Advertisements
বাংলা মায়ের বীর সন্তান,
দাও পরিচয় বীরের!
মায়ের ভাষা ভুলে কেন,
চলেছ ইংরেজদের নীড়ে?
এই দেশ এই মাটি,
সোনার চেয়ে খাঁটি।
হবে না আর কোন দিনও,
অত্যাচারীদের ঘাঁটি।
মন যা চাই তাই বলি,
বাংলা ভাষার গুরুচণ্ডালী।
দেশের মানুষ,দেশের ভাই,
বাংলার কেন মান নাই?
পাক পাখালির কণ্ঠে গান,
বাংলা ভাষার চাই সম্মান।