২০ মার্চ ২০১৯ ইং তারিখ বুধবার অনুষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) এর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা/পরীক্ষার প্রশ্নপত্র
১.
(৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী)
ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস)
স্বাধীনতা দিবস উদযাপন ২০১৯
ইবিএস কুইজ প্রতিযোগীতাঃ প্রসঙ্গ বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস
প্রত্যেকটি প্রশ্নের মান সমান মোট নাম্বারঃ ৫০
১। বাংলাদেশের “স্বাধীনতা দিবস” কত তারিখে?
২। বাংলাদেশের “স্থপতি” কে?
৩। “ভাষা আন্দোলন” বাংলা কোন সনে হয়েছিল?
৪। ২১ শে ফেব্রুয়ারী কি দিবস হিসেবে উদযাপিত হয়?
৫। ভাষা আন্দোলনের ৩ জন শহীদের নাম লিখ।
৬। “ছয় দফা” দাবী কে ঘোষণা করেছিলেন ও কত সালে?
৭। “গণ-অভ্যুত্থান” কখন হয়েছিল?
৮। ৭ই মার্চ কেন ঐতিহাসিকভাবে বিখ্যাত?
৯। ২৫শে মার্চকে কি রাত্রি হিসেবে অভিহিত করা হয়?
১০। পাকিস্তানি হানাদার বাহিনী “অপারেশন সার্চ লাইট” কত তারিখে পরিচালিত করে?
১১। কত সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল?
১২। বাংলাদেশ কার সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে?
১৩। বাংলাদেশের মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
১৪। “মুজিবনগর সরকার” কোথায় গঠিত হয়েছিল?
১৫। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
১৬। মুক্তিযোদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
১৭। ময়মনসিংহ কত নাম্বার সেক্টরের অন্তর্ভূক্ত ছিল?
১৮। বাংলাদেশের স্বাধীনতাযোদ্ধের স্থায়িত্বকাল কত সময়?
১৯। কত তারিখে পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে?
২০। আগামী ১৬ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে বাংলাদেশর কত তম বিজয় দিবস উদযাপিত হবে?
২১। মুক্তিযোদ্ধের যাদুঘর কোথায় অবস্থিত?
২২। মুক্তিযোদ্ধের অবদানের জন্য সর্ব্বোচ্চ “খেতাব” কি?
২৩। স্বাধীনতা সংগ্রামে “ত্রিশাল” কত তারিখ শত্রু মুক্ত হয়েছিল?
২৪। তোমার পরিচিত স্থানীয় ২ জন মুক্তিযোদ্ধার নাম লিখ।
২৫। বাংলাদেশের সরকারী নাম কি?
২৬। ইবিএস কুইজ প্রতিযোগীতা সম্পর্কে তোমার মন্তব্য লিখ।(ঐচ্ছিক প্রশ্ন)
———০——–
২.
(৯ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী)
ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস)
স্বাধীনতা দিবস উদযাপন ২০১৯
ইবিএস কুইজ প্রতিযোগীতাঃ প্রসঙ্গ বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস
প্রত্যেকটি প্রশ্নের মান সমান মোট নাম্বারঃ ৫০
১। ১৯৫২ সালে সংগঠিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কি?
২। “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা” একথা কে বলে ছিলেন?
৩। প্রতিবছর ২১ ফেব্রুয়ারী কি দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপিত হয়?
৪। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি” গানটির রচয়িতা কে?
৫। শেখ মজিবুর রহমান “ছয় দফা” দাবী কত সালে উত্থাপন করেছিলেন?
৬। “আগরতলা ষড়যন্ত্র” মামলায় প্রধান আসামী কে ছিলেন?
৭। “গণ-অভ্যূত্থান” কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
৮। শেখ মুজিবুর রহমানকে কত সালে “বঙ্গবন্ধু” উপাধি প্রদান করা হয়?
৯। সত্তরের নির্বাচনে আওয়ামীলীগ কতটি আসন পেয়েছিল?
১০। “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” উক্তিটি কে কত তারিখ করে ছিলেন?
১১। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি?
১২। “স্বাধীনতা দিবস” উদযাপন হয় কত তারিখ?
১৩। “মুজিবনগর সরকার” কত তারিখ ও কোথায় শপথ গ্রহণ করে?
১৪। পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালীদের উপর কত তারিখে হামলা চালায়?
১৫। মুক্তিযোদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এবং ময়মনসিংহ কত নম্বর ছিল?
১৬। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্থায়ীত্বকাল কত সময় এবং কাদের সাথে যুদ্ধ হয়েছিল?
১৭। স্বাধীনতার যুদ্ধে অবদানের জন্য কত জন “বীরশ্রেষ্ঠ” খেতাব পেয়েছেন?
১৮। পাকিস্তানী বাহিনী কত তারিখ আত্মসমর্পন করেন এবং বাংলাদেশের বিজয় অর্জন হয়?
১৯। আগামী ১৬ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে বাংলাদেশর কত তম “বিজয় দিবস” উদযাপিত হবে?
২০। খেতাবপ্রাপ্ত ২ জন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম লিখ।
২১। মুক্তিযোদ্ধের সময় যৌথ বাহিনীর প্রধান কে ছিলেন?
২২। স্বাধীনতা সংগ্রামে “ত্রিশাল” কবে শত্রু মুক্ত হয়?
২৩। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “স্বদেশ প্রত্যাবর্তন” করেন কবে?
২৪। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
২৫। তোমার পরিচিত স্থানীয় ২ জন মুক্তিযোদ্ধার নাম লিখ।
২৬। ইবিএস কুইজ প্রতিযোগীতা সম্পর্কে তোমার মন্তব্য লিখ।(ঐচ্ছিক প্রশ্ন)
গত ২৬ মার্চ ২০১৯ ইং তারিখ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply