আত্মশুদ্ধি

By daliluddin22

Updated on:

Advertisements

আবির মাহমুদ (দলিল)

 

ক্ষমতা আছে বলিয়া আজ লিখিতে বসিয়াছি,
আমি শুকরিয়া আদায় করিলাম তাঁর আমায় সৃষ্টি করিয়াছেন যিনি।

আমার লিখুনিতে কেউবা হইবে নারাজ কেউবা হইবে সজাগ।।

বলিতেছি হে ভাই নারাজ হইও না তুমি,
লিখিতেছি আমি জানিয়া লও তুমি ।
যাহার জন্য পেয়েছো তুৃমি ক্ষমতা খানি,
তাহারেই তুমি ঠকাইতেছ সারাক্ষনি।

আমি বলিতেছি ভাই আত্মশুদ্ধি চাই।।

বিধাতা তোমায় করিয়াছে সৃষ্টি,
করিতে তাহার ইবাদত নিশি দিবা-রাত্রি।
তুমি নাহি করিলা তাহার ইবাদত, নাহি করিলা বন্দিগি।
করিতেছ তুমি সারাক্ষন- সারাবেলা,শুধুই ভন্ডামি।

আমি বলিতেছি ভাই আত্মশুদ্ধি চাই।।

সৃষ্টিকর্তা তোমায় করিয়াছে আদেশ,
করিতেছ অমান্য তা হইয়া নিরুদ্দেশ্য।
তিঁনি করিয়াছেন সুদ-গুষকে হারাম,
তাহা’ই লইতেছ তুমি মহা ধুমধামে।

আমি বলিতেছি ভাই আত্মশুদ্ধি চাই।।

তোমাকে বলিয়াছে করিয়াতে সাহায্য,
এতিম আর মিসকিনকে।
করোনি তো সাহায্য তাহাদের,
করিতেছ অবহেলা প্রতিটি মুহুর্ত।

তাই বলিতেছি ভাই আত্মশুদ্ধি চাই।।

স্রষ্ট্রা তোমায় বলিয়াছে পর নিন্দা ও গীবত করিও না,
তুমি তাহা’ই করিতেছে বিপুল উৎসাহ ও ঊদ্দীপনায়।
আমি বলছি ভাই তোমার বাঁচার অধিকার নাই,
মান্য করোনি তাঁহার যত মূল লিখোনি তাই।

সময় থাকিতে করিয়া লও নিজও আত্মশুদ্ধি।।

জানিতো ভাই আমি,
ভালো লাগিবে না আর এখন ।
চিন্তা করে দেখিও একবার এখনি,
কোথা আছো কোথায় যাইবে মরিলে কি হইবে?

তাইতো
বলিতেছি আমি করিও না আর ফাঁকি-বাজি,
সময় থাকিতে করিয়া লও নিজের আত্মশুদ্ধি।

Leave a Comment