বড় অবেলায় হলো দেখা
যখন আমার পড়ন্ত বিকেল
একটু পরে নামবে আঁধার
তার পর হারাবো অনন্ত নিলীমায়।
কত বসন্ত পেরিয়ে নব পল্লবে
সেজেছে চারদিক।
নববর্ষের নতুন আমেজে
ভুবন ভরেছে রঙে।
অথছ আমার জীবনে বসন্ত এলোই না।
বৈশাখের নামে নববর্ষ আসেনি
এসেছে শুধুই কালবৈশাখী ঝড়
তোলপাড় করে দিল এপাড় ওপাড়।
আমি বেদনায় কাতর নিঃশ্প্রাণ এক পথিক।
ভাগ্য কি সবার এমনই হয়?
নাকি শুধই একলা আমার!
বুকের পাজরে সঞ্চিত ভালোবাসা
করেই চলছে আর্তনাদ।
প্রকৃতি তুমি কেনো এমন বলো তো
যাকে দাও সব উজার করেই দাও।
যার কেড়ে নাও তার ছিটে ফোটাটুকু
তুমি কেড়ে নাও ক্ষুধার্ত বাঘের
হিংস্র থাবার মত।
কাচঁ ভাঙার শব্দে আৎকে উঠে মন
হৃদয় ভাঙার শব্দ হয় না
হয় শুধুই রক্তক্ষরণ।
প্রকৃতি তুমি আকাশের মেঘ বুঝো
বৃষ্টির মাঝে শীতলতা খোজো
তুমি কি আমার মন বুঝোনা!
আর কত অশ্রু গড়ালে
হৃদয় হবে জলে সিক্ত
আর কতো আর্তনাদে
তোমার বন্ধ দুয়ার খুলবে
হবে আলোয় দীপ্ত।
Leave a Reply