‘আ থেকে স পর্যন্ত’ শাকিল আহম্মেদ এর কবিতা

By Sakiljpbd

Updated on:

Advertisements

‘আ’ থেকে ‘স’ পর্যন্ত
— শাকিল আহম্মেদ ।
.
রচনাকালঃ ৩০/১২/১৮ইং;রাতঃ ১১ঃ৫৯
.
ক্যামেলিয়া হাতে নিয়ে
দাড়িয়েছি পাশে,
স্বপ্ন জাল বুনিয়েছি
কচিকাঁচা বাঁশে।

ভোরের হিয়া অগোচরে
চাঁদের ছোঁয়া চায়,
চাঁদের মুখে মিষ্টি হাসি
দেখা যে বড় দায়।

পূর্ণ চাঁদের মিষ্টি আলো
পড়বে ভোরের গায়ে,
ভোরের সমীর মিষ্টি হেসে
চড়বে চাঁদের নায়ে।

নায়ের মাঝি বৈঠা নেড়ে
যাবে ওগাঁর পানে,
চাঁদের নায়ে জমবে মেঘ
রাগে অভিমানে।

Leave a Comment