সুনামগঞ্জে নিমন্ত্রণ (আব্দুস সামাদ আফিন্দী নাহিদ)

আব্দুস সামাদ আফিন্দী নাহিদ একজন সচেতন ও সৃজনশীল মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সুনামগঞ্জ জেলার বিভিন্ন ঐতিহ্য নিয়ে নিয়মিত লেখালেখি করেন। কবিতার শহরে শেষ বিকেল” কাব্যগ্রন্থ’র জন্য তিনি লিখেছেন একটি কবিতা।
—————————————————–
#সুনামগঞ্জে নিমন্ত্রণ
————আব্দুস সামাদ আফিন্দী নাহিদ

বিনোদন আর সৌন্দর্য্য ভরিয়ে দেব মন,
আমাদের এ সুনামগঞ্জে বন্ধু
তোমায় নিমন্ত্রণ ।
১১টি উপজেলা নিয়ে সুনামগঞ্জ জেলা,
অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য্যে সুনামগঞ্জ ঘেরা।

সুরমা নদীর তীরে আছে
আব্দুজ জহুর সেতু,
তাহিরপুরের টেকেরঘাট সুইজারল্যান্ড নামে খ্যাত।
সুনামগঞ্জে আছে যে কত
পর্যটনের স্থান,
দেখলে তোমার মন ভরবে
জুরিয়ে যাবে প্রাণ।

সুনামগঞ্জে আছে যে কত শত হাওর,
দেশ বিদেশ থেকে দেখতে আসেন নানান পর্যটক।
জামালগঞ্জের পাগনার হাওর দীর্ঘ ইতিহাস,
গাঁও গ্রামের কি অপরুপ মূর্তা বেত আর বাঁশ।
সুনামগঞ্জ সৃষ্টি হয়েছে কত ধরনের গান,
শাহ আব্দুল করিম যার অবদান।

হাজারো সৌন্দর্য্য লুকিয়ে আছে,
ভরিয়ে দেব মন,
আবারে বলি বন্ধু,
আমাদের এ সুনামগঞ্জে রইল
তোমায় নিমন্ত্রণ।।





About আব্দুস সামাদ আফিন্দী নাহিদ 29 Articles
বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র নিয়মিত পাঠক ও লেখক হিসেবে ২০১৮ সাল থেকে নিয়োজিত আছেন আব্দুস সামাদ আফিন্দী । তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তরুন লেখক ও সাংবাদিক। লেখাপড়ার পাশাপাশি তিনি নিয়মিত সুনামগঞ্জ জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*