শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী পদক ২০১৯ পেলেন যাঁরা

‘নওরোজ কিতাবিস্তান’ -এর অন্যতম প্রতিষ্ঠাতা বরেণ্য শিশুসাহিত্যিক ও প্রকাশক মোহাম্মদ নাসির আলী আজীবন সৃজনশীল-সাহিত্যের চর্চা করে গেছেন। তাঁর জীবিতকাল অব্দি বাংলাদেশে প্রবর্তিত সাহিত্য ও গবেষনায় সবগুলো পদক তিনি পেয়েছেন।

বিশেষ করে তিনি ইউনেস্কো ও লাইব্রেরী অব কংগ্রেস নামে দুটি সাহিত্য রচনার জন্য আন্তর্জাতিক পদক পেয়েছেন। তাছাড়া বাংলা একাডেমী, জাতীয় গ্রন্থকেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন স্বর্ণপদক ও অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার-সহ বহু পদকে ভূষিত তিনি।

তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ বছর (২০১৯) ১১ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী পদক-২০১৯ পাচ্ছেন। এরা হলেন- সঙ্গীতে মুস্তাফা জামান আব্বাসী, গবেষণায় ড. আরোয়ারুল করীম, নৃত্যে লায়লা হাসান, সাহিত্যে আনিসুল হক, কবিতায় হাবিবুল্লাহ সিরাজী, সাংবাদিকতায় নাঈম নিজাম, প্রকাশনায় অধীর বিশ্বাস, শিশুসাহিত্যে ধ্রুব এষ ও মাহবুব রেজা, অঙ্কনশিল্পে সমর মজুমদার এবং ছড়ায় ফারুক নওয়াজ।

উল্লেখ্য- আগামী ১২ই এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় ‘বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে’ এই সম্মাননা ও পদক প্রদান করা হবে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*