সুনামগঞ্জের মেয়েরা জাতীয় পর্যায়ে অভিনন্দন সুনামগঞ্জ ডট কমের পক্ষ থেকে

আব্দুস সামাদ আফিন্দী:-

শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনায় জাতীয় পর্যায়ে সুনামগঞ্জ সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের দল এবারও রানার্স আপ হয়েছে। তাদের এই অসাধারণ অর্জনে অভিনন্দন জানাতে আজ সকালে সুনামগঞ্জ ডট কম’র পক্ষ থেকে বিদ্যালয়ের প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন প্রতিষ্ঠাতা এডমিন মশিউর রহমান ও ডাচ বাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখার কর্মকর্তা প্রিয় আশরাফ হোসেন লিটন ভাই( Ashraf Hossain Liton) ।

সতীশিয়ানদের এই অর্জন আমাদের সুনামগঞ্জ বাসীকে গর্বিত করেছে। একদিন এই মেয়েরাই বিশ্ব জয় করে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করবে। তাদের জন্যে অনেক অনেক শুভ কামনা।

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাফিজ মো. মাসহুদ চৌধুরী( Hafiz Md Mashhud Chowdhury)ও সহকারি শিক্ষক জনাব আবুল হাসান ( Abul Hassan)।
এই সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকগণ সহ ছাত্র ছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *