২৬শে মার্চ
-সোনিয়া আক্তার
২৬- তুই লক্ষ প্রাণের দান
২৬- তুই আমার দেশের মান।
২৬- তুই আমার প্রেরণা
তুমি বাংলার প্রতিটি ঘরের ললনা।
২৬- তুই মুজিবের ৭ই মার্চের ভাষণ
২৬- তুই রক্তস্রোতের সেই লাল রং।
২৬- তুই সবুজ মাঠের সেই সবুজ ঘাস
তোকেই যে করেছিল পাক বাহিনী গ্রাস।
শত বছরের শত সংগ্রাম শেষে
আসছিলে তুই দৃপ্ত পায়ে হেঁটে
তোর জন্য রক্ত ঝরালো কত মায়ের সন্তান
অবশেষে ভাঙল তোর অভিমান।
আমার নিশান, আমার ঠিকানা
২৬ আমার অহংকার।
জীবন দিয়ে রাখব তোর মান
এই আমার অঙ্গীকার।