প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ শুরু ১৩ মার্চ

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ বুধবার (১৩ মার্চ) শুরু হতে যাচ্ছে। আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে শিক্ষা সপ্তাহের কর্মসূচি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাথমিক শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’। রোববার (১০ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেবেন গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।

অনুষ্ঠানে ২০১৮ খ্রিষ্টাব্দের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানসূচি ডাউনলোড করুন





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*