এস.এস.সি পরীক্ষা ২০১৯ রসায়ন MCQ উত্তরমালা

এস.এস.সি. পরীক্ষা-২০১৯

সায়ন বহুনির্বাচনি অভীক্ষা

(সম্ভাব্য উত্তরমালা)

চট্টগ্রাম বোর্ড

১। STP তে 5 gm কার্বন অক্সাইড গ্যাসের আয়তন কত?
উ: (ক) 2.55L
২। সাবানের সংকেত কোনটি?
উ: (খ) C16H33COOK
৩। চিত্রে A তড়িৎদ্বারটি কোন ধাতুর তৈরি?
উ: (গ) ক্রোমিয়াম
৪। উদ্দীপকের প্রক্রিয়া চলাকালে-
(ক) i ও ii
৫। জৈব যৌগ হলো-
উ: (ঘ) i, ii ও iii
৬। অ্যালকাইনের সাধারণত সংকেত কোনটি?
উ: (গ) CnH2n-2
৭। পানিতে অদ্রবণীয় দূষক দূর করতে কোনটি ব্যবহৃত হয়?
উ: (খ) ফিটকিরি
৮। K2O2 তে ‘K’ এর জারণ সংখ্যা কোনটি?
উ: (ক) +1
৯। কোনটি নিস্ক্রিয় ধাতু?
উ: (ক) প্লাটিনাম
১০। পানি শূন্য কপার সালফেটের বর্ণ কোনটি?
উ: (ক) সাদা
১১। সীসার আকরিক কোনটি?
উ: (খ) গ্যালেনা
১২। বিউটিনের সমাণু কোনটি?
উ: (গ) সাইক্লোবিউটেন
১৩। সিলিকনের একটি পরমাণুর ভর কত গ্রাম?
উ: (গ) 2.324 x 10-23
১৪। হার্টে পেইসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি?
উ: (ঘ) 238Pu
১৫। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি?
উ: (খ) Ca

১৬। পর্যায় সারণির ৫ম পর্যায়ে মৌলের সংখ্যা কতটি?
উ: (গ) 18
১৭। HCl(aq) + KOH(aq) —> KCl(aq) + H2O(l) বিক্রিয়াটি-
উ: (ঘ) i, ii ও iii
১৮। কোনটির জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী?
উ: (ঘ) তুঁতে
১৯। বন্ধন গঠনকালে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে-
উ: (খ) ii ও iii
২০। মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়?
উ: (খ) তরল ও বায়বীয়
২১। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় 9 গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন?
উ: (ঘ) 8
২২। Fe পরমাণুর নিউট্রন সংখ্যা কোনটি?
উ: (গ) 30
২৩। অক্টেনের দহনের ফলে উৎপন্ন হয়-
উ: (ক) i ও ii
২৪। A যৌগের সমাণু কোনটি?
উ: (ক) অ্যামোনিয়াম সায়ানেট
২৫। C যৌগের জলীয় দ্রবণ-
উ: (গ) ii ও iii

ঢাকা বোর্ডের সমাধান জানতে নিচের ভিডিওটি দেখুনঃ

রাজশাহী বোর্ডের সমাধান জানতে নিচের ভিডিওটি দেখুনঃ

 

এস.এস.সি. পরীক্ষা-২০১৮
রসায়ন
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১. আয়নের দ্রবণে NaOH যোগ করলে সাদা অধঃক্ষে উৎপন্ন হয়।
উত্তর: (ঘ) Zn2+, Ca2+, Al3+
২. সোডা অ্যাশের সংকেত কি?
উত্তর: (খ) Na2CO3
৩. কোনটি আমাদের শরীরে ইলেকট্রালাইটের চাহিদা পূরণ করে?
উত্তর: (ঘ) NaCl
৪. দ্বিবন্ধন দেখা যায়-
উত্তর: (ক) অক্সিজেন অণুতে
৫. তা¤্রমলের বর্ণ-
উত্তর: (গ) সবুজ
৬. কোন পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়?
উত্তর: (ঘ) C10H8
৭. নিচে একটি কোষ গঠন করা হলো-
উত্তর: (গ) i, ii
৮. পর্যায় সারণির মূল ভিত্তি কি?
উত্তর: (ক) ইলেকট্রন বিন্যাস
৯. 21Z মৌলটির সঠিক ইলেকট্রন বিন্যাস-
উত্তর: (ক) 1s22s22p63s23p63d14s2
১০. বজ্রপাতের কারণে কোন এসিড উৎপন্ন হয়?
উত্তর: (খ) HNO2
১১. সোডিয়ামের পারমাণবিক ভর কত?
উত্তর: (ঘ) 23
১২. ড্রাইসেলের অ্যানোড কোনটি?
উত্তর: (ক) Zn
১৩. ত্বকের ক্ষত সৃষ্টি করে নিচের কোন গ্যাসটি?
উত্তর: (ক) নাইট্রোজেন
১৪. অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোন মৌলটির?
উত্তর: (ক) Li
১৫. ইথানলের সমাণুটি স্ফুটনাঙ্ক কত?
উত্তর: (ঘ) 78 degree C
১৬. ডেরলিনের মনোমার কোনটি?
উত্তর: (ঘ) H – CHO
১৭. উষ্ণ তাপে ব্লু-ভিট্রিয়লকে উত্তপ্ত করলে কোন বর্ণের অবশেষে পাওয়া যাবে?
উত্তর: (ঘ) সাদা
১৮. কোমল পানীয়তে কোন এসিড থাকে?
উত্তর: (খ) কার্বনিক এসিড
১৯. নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি?
উত্তর: (খ) Zn + লঘু H2SO4
২০. কোন যৌগটির কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা অপেক্ষাকৃত কম?
উত্তর: (ক) H2S
২১. একটি ঐ পরমাণুর প্রকৃত ভর কত?
উত্তর: (ঘ) 9.11*10-28g
২২. পানির চঐ মান কত এর কম হলে সেটি জীবের জন্য প্রাণনাশক?
উত্তর: (ঘ) 4.5
২৩. অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি?
উত্তর: (গ) 1
২৪. দ্রবণে কতটি NaOH অণু দ্রবীভূত আছে?
উত্তর: (ঘ) 9.03*1023
২৫. পাত্রদ্বয়ের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে-
উত্তর: (খ) দ্রবণে 0.088g লবণ উৎপন্ন হবে

 

সৌজন্যেঃ Ityadi Edu Info





About Hasan 3 Articles
স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*