বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিছু সাল

 জেনে রাখুন নিচের সালগুলো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে আসতে পারে।

▪️নোবেল পুরস্কার চালু-১৯০১ সালে।
▪️ফিফা গঠিত-১৯০৪ সালে।
▪️বঙ্গভঙ্গ-১৯০৫ সালে।
▪️বঙ্গভঙ্গ রদ-১৯১১ সালে।
▪️টাইটানিক ধংস-১৯১২ সালে।
▪️রবীন্দ্রনাথের নোবেল লাভ-১৯১৩ সালে।
▪️১ম বিশ্বযুদ্ধ শুরু হয়-১৯১৪ সালে।
▪️রুশ বিপ্লব-১৯১৭ সালে।
▪️১ম বিশ্বযুদ্ধ শেষ-১৯১৯ সালে।
▪️২য় ভার্সাই চুক্তি-১৯১৯ সালে।
▪️ম্যাগনাকার্টা-১২১৫ সালে।
▪️উত্তর আমেরিকা আবিস্কার-১৪৯২ সালে।
▪️শিল্প বিপ্লব-১৭৬০ সালে।
▪️আমেরিকা মুক্ত-১৭৭৬ সালে।
▪️১ম ভার্সাই চুক্তি-১৭৮০ সালে।
▪️ফোর্ট উইলিয়াম কলেজ -১৮০০ সালে। 
▪️ট্রাফালগার যুদ্ধ-১৮০৫ সালে।
▪️ওয়াটার লুর যুদ্ধ -১৮১৫ সালে।
▪️দাশ প্রথার বিলোপ-১৮৬৩ সালে।
▪️আব্রাহাম লিংকন মারা যান-১৮৬৫ সালে।
▪️সুয়েজ খাল খনন-১৮৬৯ সালে।
▪️ফরাসি বিপ্লব-১৭৮৯ সালে।
▪️দুই জার্মানী একত্রিত হয়-১৯৯০ সালে।
▪️শিমন পেরেজ+ইয়াসির আরাফাত নোবেল পান-১৯৯৩ সালে।
▪️নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন-১৯৯৪ সালে।
▪️সিটি বিটি সই হয়-১৯৯৬ সালে।
▪️সিটি বিটি অনুমোদন-২০০০ সালে।
▪️জাতিসংঘ নোবেল পায়-২০০৭ সালে।
▪️দঃ সুদান স্বাধীন হয়-২০১১ সালে।
▪️এপিজে আঃ কালাম মারা যান-২০১৫ সালে।
▪️মোঃ আলী মারা যান-২০১৬ সালে।
▪️ফিডেল কাস্ত্রো মারা যায়-২৫ নভেম্বর,২০১৬ সালে।
▪️ঢাবি স্থাপিত-১৯২১ সালে।
▪️হিটলার জার্মান চ্যান্সলর হন-১৯৩৩ সালে।
▪️২য় বিশ্বযুদ্ধ শুরু-১৯৩৯ সালে।
▪️ছিয়াত্তরের মনবন্তর-১১৭৬ (বাংলা) খ্রিষ্টাব্দে।
▪️২য় বিশ্বযুদ্ধ শেষ-১৯৪৫ সালে।
▪️জাতিসংঘ-১৯৪৫ সালে।
▪️দেশ বিভাগ-১৯৪৭ সালে।
▪️আরব-ইসরায়েল যুদ্ধ-১৯৪৮ সালে।
▪️বিবিসি বাংলার যাত্রা-১৯৪৯ সালে।
▪️এভারেস্ট বিজয়-১৯৫৩ সালে।
▪️সুয়েজ খাল জাতীয়করন-১৯৫৬ সালে।
▪️চাঁদে ১ম মানুষ যায়-১৯৬৯ সালে।
▪️তাইওয়ান স্বাধীনতা হারায়-১৯৭১ সালে।
▪️ইরানে ইসলামী বিপ্লব-১৯৭৯ সালে।
▪️আঃ ছালাম ও মাদার তেরেসার নোবেল লাভ-১৯৭৯ সালে।
▪️ফকল্যান্ড যুদ্ধ-১৯৮২ সালে।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*