নর্দান ইউনিভার্সিটিতে “এ্যপারেল মার্চেন্ডাইজিং হচ্ছে একটি চেলেঞ্জিং পেশা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ “এ্যপারেল মার্চেন্ডাইজিং হচ্ছে একটি চেলেঞ্জিং পেশা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে যুক্তরাজ্যভিত্তিক ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেনসারের (এমঅ্যান্ডএস) কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক।

গতকাল (৫ই ফেব্রুয়ারি) ইউনিভার্সিটির আন্তর্জাতিক ষ্টাডি সেন্টারে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ূন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর সম্মানীত চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার প্রফেসর ড. মোশাররফ এম. হোসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

স্বপ্না ভৌমিক বলেন, দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। রপ্তানী আয়ের ৮০% টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প থেকে আসে। আশা করি নর্দান ইউনিভার্সিটি -এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে এই শিল্পে তাদের অবদান রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*