বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট (L/C) হিসেবে যোগদানের পূর্ণাঙ্গ গাইডলাইন

পদবীঃ Lieutenant

সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে‘স্লোগানে আমাদের গর্বের বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনী! সকল মেধাবী শিক্ষার্থীদেরই কমবেশী স্বপ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হওয়ার! এই গর্বিত বাহিনীতে দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে নিজের অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলবো!প্রথমেই বলে নেওয়া ভালো এই পোস্টের মাধ্যমে কাউকে কোনো কোচিং সেন্টারে যাওয়া,কিংবা কোনো বই কেনা বা কোনো ভিডিও দেখতে অনুপ্রানিত করা হচ্ছে না! পোস্টটি  আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়  সাজানো আর শেষ পর্যন্ত থাকলে উপকৃত হবেন আশা করি!

সহজভাষায় বলতে গেলে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হতে গেলে ৩(তিন) ধরনের যোগ্যতা প্রয়োজন। যথা-
১)শারিরীক যোগ্যতা
২)শিক্ষাগত যোগ্যতা
৩)মানসিক যোগ্যতা
যোগ্যতার বিষয়টা শেষ করে গাইডলাইনের বিষয়ে আসছি!
শারিরীক যোগ্যতাঃ
বয়সঃ১৭-২১ বছর
পুরুষ-

উচ্চতা:১.৬৩মিটার(৫ ফুট ৪ ইঞ্চি)

ওজন:৫০ কিলোগ্রাম(১১০পাউন্ড)

বুক:স্বভাবিক -০.৭৬মি:(৩০ইঞ্চি)

       প্রসারণ -০.৮১মি:(৩২ইঞ্চি)

মহিলা

উচ্চতা:১.৫৭মি.(৫ফুট ২ইঞ্চি)

ওজন:৪৭ কিলোগ্রাম(১০৪পাউন্ড)

বুক: স্বাভাবিক-০.৭১(২৮ইঞ্চি)

       প্রসারণ-০.৭৬(৩০ ইঞ্চি)

বিঃদ্রঃ পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ও বয়স অনুসারে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে।
পরামর্শঃ
১)ওজন কম বা বেশী হলে খাওয়া দাওয়া বাড়িয়ে কমিয়ে দেওয়া শ্রেয়।
২)শরীরে কোনো গুরুতর আঘাত যেন না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে!
৩)সচরাচর চলমান প্রেম-ভালোবাসার জন্য হাত-পা কাঁটাকাটি করা যাবে না!
৪)পায়ের কুনিপাক ভালো করতে Fungidal মলম এবং হালকা দাগ দূর করতে মেটোভেট এন অয়েন্টমেন্ট উপকারী।
৫)অনভিজ্ঞ লোকের কথাবার্তায় হতাশ কিংবা আনন্দিত হওয়া যাবে না!

শিক্ষাগত যোগ্যতাঃ
বাংলা মিডিয়াম- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট /সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেতে হবে।এবারের নির্দেশনা অনুযায়ী, অর্থাৎ ৮২তম bma long course এ যারা ২০১৮ সালে HSC পরীক্ষা দিয়েছে তারা HSC-তে জিপিএ-৪.০০ থাকলেও আবেদন করতে পেরেছে।সেক্ষেত্রে, তাদের অবশ্যই SSC তে GPA-5 থাকতে হয়েছে।এ বিষয়ে প্রতিবছর GPA উঠানামা করতে পারে।সবচেয়ে Safezone হলো-একটিতে GPA-5 এবংঅন্যটিতে অবশ্যই GPA-4.50 রাখা উচিত।

ইংরেজী মিডিয়াম-
ও লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড,৩টিতে B গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়ে নূন্যতম B গ্রেড পেয়ে উত্তীর্ন।অথবা,
ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে A গ্রেড ও ১টিতে C গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ।

বিঃদ্রঃHSC ২য় বর্ষের পরীক্ষার্থীরাও আবেদন করতে পারে!সেক্ষেত্রে তাদের অবশ্যই SSC তে GPA-5 থাকতে হবে!
পরামর্শঃ
১)অবশ্যই মনযোগী হতে হবে পড়াশুনায়!একটু মনযোগী হলেই ssc+hsc মিলিয়ে 9.50 GPA উঠানো যায়!
২)SSC+HSC দুটো মিলিয়ে 5.00+5.00=10 এর টার্গেট নিয়ে পড়াশুনা করা উচিত!
ভালো কথা, তোমাদের অবশ্যই অবিবাহিত এবং বাংলাদেশী হতে হবে 😉

মানসিক যোগ্যতাঃ
১)বিবেকের কাছে একজন ভালো মানুষ হতে হবে!
২)দেশকে ভালোবাসতে হবে!!!চাকরীর জন্য না,অস্তিত্বের জন্য!

কিছু অযোগ্যতাও আছে। সেটা সাম্প্রতিক নির্দেশিকা থেকে দেখে নাও!

আবেদন পদ্ধতিঃ

আবেদন শুধুমাত্র Online এ করা যাবে।সেনাবাহিনীর ওয়েবসাইটে(https://joinbangladesharmy.army.mil.bd) প্রবেশ করে apply now তে ক্লিক করে আবেদন করতে হবে!আবেদনকারী টেলিটক,Trust bank t-cash,Visa ও Master Card,Bkash,Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০/-(অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবে।ফরম পূরন শেষে দ্রুত সংরক্ষন কিংবা প্রিন্ট করাই শ্রেয়।কারণ,নিয়মানুযায়ী ২৪ ঘন্টার মধ্যে অবশ্যই কলআপ লেটার Download বা প্রিন্ট করতে হবে!

পরামর্শঃ
ফরম পূরণের সময় HSC ২য় বর্ষের প্রার্থীরা HSC result এর ঘরে Appearing এবং HSC roll এর ঘরে N/A লিখবে!বিষয়টা নিয়ে অনেকে সমস্যায় পড়ে!

গাইডলাইনঃ

এখানে নির্বাচন পদ্ধতি ৩ ধাপে বিভক্ত!
১)প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাঃ
যে Call up latter download কিংবা print করা হলো সেখানে পরীক্ষার সময় ও স্থান উল্লেখ থাকে!যদি কেউ কোনো সমস্যার কারণে,পরীক্ষার দিন পিছানোর চেষ্টা করে তবে, সে কল আপ লেটারে বর্ণিত ক্যান্টে সরাসরি যোগাযোগের মাধ্যমে তারিখ পরিবর্তন করতে পারবে!আমার ভার্সিটি পরীক্ষা এবং প্রিলি একই ডেটে ছিল,আমিও পরিবর্তন করছিলাম:-)
(এ পরীক্ষার স্থান প্রার্থী পছন্দমত জায়গায় নিতে পারে)।এই দিনের কার্যক্রম নিয়ে Youtube এ অনেক ভিডিও রয়েছে।আমি সেগুলোর মধ্যেই অন্যতম একটি ভিডিও উপকার করবে বলে মনে করি 🙂
লিংকঃ(https://youtu.be/dkmJOJ1XPqc)

ভিডিওটি করেছেন – Rafiqul Haque
Ex-Cadet,73 BMA L/C,Bangladesh Army

২)সম্প্রতি (82 BMA L/C) যে লিখিত পরীক্ষা হয়েছে সে অনুযায়ী পরীক্ষার মানবন্টন—–
বাংলা-২৫,ইংরেজী-২৫,গনিত-২৫ এবং সাধারণ জ্ঞন-২৫।
মোট ১০০ মার্ক।MCQ পদ্ধতিতে হয় না,লিখিত।
একদম সহজ হয়ে থাকে! যদি কেউ ৯-১০ এর গনিত আর সমসাময়িক বিষয়ে একটু পারদর্শী হয় তবে এ ধাপ পার হওয়া কোনো ব্যাপারই না।তবে যে কোনো অংশ হালকা কঠিন হয়।কোনো অংশে ১০ মার্কের নিচে পেলে,ফেল!আমার সময় সাধারণ জ্ঞানটা একটু কঠিন করছিলো!আরও ধারণা পেতে ভিডিওটি দেখতে পারেন
লিংকঃ(https://youtu.be/dkmJOJ1XPqc)

ভিডিওটি করেছেন,Rafiqul Haque
Ex-Cadet,73 BMA L/C,Bangladesh Army
তাতেও সমস্যা হলে,Prism Defence Services Guide টা কিনতে পারেন!

ISSB: আমি এটা সম্পর্কে বলে অযথা পোস্ট দীর্ঘায়িত করলাম না!Just ধারাবাহিকভাবে কিছু Video এবং বই সাজেস্ট করবো।এবং সেগুলো issb সম্পর্কে ভালোভাবে ধারণা দিতে সমর্থ বলে মনে করি!ISSB কোচিং নিয়ে অনেকে অনেক কথা বলে।আমার মনে হয়, কোচিং গুরুত্বপূর্ণ আবার ক্ষতিকর।যদি তুমি বাড়িতে নিজেকে প্রস্তুত করতে পারো তাহলে কোচিং এর কোনো দরকার নেই।কোচিং একটা উপযুক্ত পরিবেশ তৈরী করে যা অনেক উপকারী কিন্তু;অনেক ক্ষেত্রে কোচিং স্বকীয়তা নষ্ট করে যা ক্ষতিকর।কোচিং না করেই অফিসার হয়েছে এমন অনেক উদারণ রয়েছে।মূলত এটি একটি ৪(চার) দিনের পরীক্ষার সমষ্টি।বলতে গেলে,Complete Package! ১ম দিনের পরীক্ষায় টিকতে পারলে চার দিনই থাকা যাবে।তখন থাকা-খাওয়া সরকার বহন করে থাকে।

Suggested Videos……
1) Official issb    video

(https://youtu.be/8Um8CegoEik)
2)Part 01

(https://youtu.be/-WkPjvELjYs)
3)Part 02

(https://youtu.be/_AtSunhxYhg)
4)Part 03

(https://youtu.be/PgQWy6X1FF0)
5)Part 04

(https://youtu.be/4aBeXT2igp0)
6)Part 05

(https://youtu.be/tkTy5md-J-U)
7)Part 06

(https://youtu.be/Af8_m3Dqj7A)
Suggested Book…….
1)IQ test-dogor brother Publication
(120/- নীলক্ষেতে পাওয়া যায়)
২)Prism Defence Services Guide(240/-)
3)ফাইটার্স-Kazi Mahbuzaman Obin
(1280/- দাম একটু বেশীই মনে হয়েছে।তবে বইটা ভালো মানের। লেখকে ফোন করে কুরিয়ারের মাধ্যমে নেয়)

মূলকথা,কোনো Video বা কোনো বই বা কোনো কোচিং কাউকে অফিসার বানাতে পারবে না যদি না সে মন থেকে অফিসার হতে চায়।
পরামর্শঃ
১)৮৩ তম দীর্ঘমেয়াদী কোর্স এই আগস্টেই বিজ্ঞপ্তি দিবে ,খোজ খবর রাখিও ওয়েবসাইটে!
২)অফিসার হও বা না হও আগে একটা ভালো মানুষ হবার চেষ্টা করবে♥

সবশেষে কিছু ভ্রান্তধারনাঃ——
১)বাবা অফিসার না হলে হয় না।
২)বাবা সরকারি চাকরি না করলে হয় না।
৩)ফ্যামেলী ব্যাকগ্রাউন্ড হাইফাই হওয়া লাগে।
৪)ক্যাডেট কলেজ থেকে পড়া লাগে।
৫)ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের কারও হয় না।
৬)টাকা ছাড়া হয় না।
৭)বড়লোক বাবার সন্তান হতে হয়, এমন আরও অনেক…
মনে রাখবে, ISSB মেধাবীকে চায় এবং মেধার মূল্যয়ন করে!!!

তাহলে,সকল ভবিষ্যত অফিসারদের জন্য শুভকামনা♥
যদি একজনেরও উপকার করতে পারি তবে,লেখাটি সার্থক হবে 🙂





About Plabon Kumer Sarker 1 Article
অনেক স্বপ্ন দেখি,অনেক!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*