ক্যারিয়ার আড্ডাঃ আমি যেভাবে ভোকাবিউলারি মনে রাখতে চেষ্টা করেছি // সুজন দেবনাথ

GRE দিতে গিয়ে আমাকে অনেক Vocabulary পড়তে হইছিল। আমি একটা শব্দের synonyms গুলো নিয়ে একটা গ্রুপ বানাইতাম। এক একটা গ্রুপের শব্দগুলো খাতার এক এক পৃষ্ঠায় লিখতাম। আর প্রতিটা শব্দের পাশে মনে রাখার ক্লু লিখে রাখতাম। এতে মনে রাখা সহজ হয়েছিল। এই কষ্টটা আমাকে GRE. আইবিএ, ব্যাংক, বিসিএস সব জায়গায়ই সাহায্য করেছিল।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

সেই অভিজ্ঞতা থেকে ভোকাবিউলারির জন্য আমার তৈরি করা ১২ টা ভিডিও টিউটোরিয়াল Youtube এ আছে। প্রতিটা ৫-৭ মিনিটের ভিডিও, ১২ টা মিলে মোট ৭০-৭৫ মিনিট। ‘Sujan Debnath’ বা ‘অব্যয় অনিন্দ্য’ লিখে Youtube –এ সার্চ দিলেই পাওয়া যাবে। যদি এগুলো প্রাকটিস করতে চান, তাহলে, আমার পরামর্শ হল – কয়েকবার শুনতে হবে। ডাউনলোড করে গানের মত শুনলেও কাজে দিতে পারে। সবমিলে ৩৯ টা শব্দের গ্রুপ আছে। ভিডিওর শব্দগুলোকে খাতায় লিখে ফেলতে পারেন। এরপর যেখানে যে ওয়ার্ড নতুন পড়বেন, সেটা যদি ওই ৩৯ টা গ্রুপের কোনটার সাথে মিলে যায়, সেখানে লিখে ফেলবেন। না মিললে নতুন গ্রুপ করে লিখে ফেলবেন। এভাবে আপনার নিজের একটা ভোকাবিউলারি খাতা হয়ে যাবে। ২-৩ সপ্তাহেই দেখবেন অনেক অনেক কনফিডেন্ট হয়ে গেছেন। পরে ১৫দিন পর পর পুরা ওয়ার্ড খাতাটা রিভাইস করবেন। ভোকাবিউলারির কোন সাজেসশন হয় না, এক্ষেত্রে কনফিডেন্ট হতে পারাটাই আসল। শুধু ভোকাবিউলারি পড়লেই হবে না, আগের বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার যা এসেছিল, সেগুলোর মত প্রাকটিস করতে হবে। তবে যারা ৩৫-তম নিয়েই শুধু ভাবছেন, তাঁদের কিন্তু সারাদিন বসে ভোকাবিউলারি পড়ার টাইম নাই।

সাথে বাজারের যে কোন ভোকাবিউলারি বইতেই চলবে। আর যারা সময় নিয়ে ভোকাবিউলারি পড়তে চান, তাঁরা Word Smart (I &II) পড়তে পারেন।

আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো এখানে দিয়ে দিলামঃ

সবগুলো ভিডিও জিপ আকারে এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ১

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ২

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ৩

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ৪

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ৫

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ৬

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ৭

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ৮

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ৯

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ১০

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ১১

অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা ভোকাবিউলারি ১২

আসলে সাফল্যের মনে হয় তেমন কোন সর্টকাট নেই, তেমনি ভোকাবিউলারী মনে রাখার সর্টকাট নেই। তো এখানে আমি ক্লু-ফ্লু দিয়ে চেষ্টা করলাম রাস্তাটাকে একটু মসৃণ করতে। একটা অডিও কয়েকবার শুনলে রাস্তাটা সহজ হতে পারে। সবার জন্য শুভকামনা। Ring Your Passion.
//সুজন দেবনাথ





About অব্যয় অনিন্দ্য 11 Articles
সুজন দেবনাথ ২৮ তম বিসিএস বিসিএস(পররাষ্ট্র) সহকারী সচিব,বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*