আন্তর্জাতিক “উদ্যোক্তা এক্সপো ও সামিট- ২০১৯”

আগামী ১৮ ও ১৯ জানুয়ারি ২০১৯ তারিখ উদযাপিত হতে যাচ্ছে আন্তর্জাতিক “উদ্যোক্তা এক্সপো ও সামিট-২০১৯”। ঢাকা স্কুল অব ইকনোমিকস্ এর ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানটির আয়োজক উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব (এন্ট্রিপ্রিনিয়রশিপ ইকনোমিস্ট ক্লাব )। এই অনুষ্ঠানটির উপদেষ্টা হিসেবে আছেন ঢাকা স্কুল অব ইকনোমিকস্ এর গভর্নিং কাউন্সিল সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ ।

উদ্যোক্তা অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী অনুষ্ঠানটির সমন্বয়ক হিসেবে কাজ করছেন। প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী মন্তব্য করেন, “উদ্যোক্তা এক্সপো ও সামিট-২০১৯” দেশের উন্নয়নের ধারাবাহিকতা সমৃদ্ধতর করবে। বাংলাদেশ আজ যে অগ্রযাত্রার পথে শামিল হয়েছে, তা টেকসই করার ক্ষেত্রে “উদ্যোক্তা এক্সপো ও সামিট-২০১৯” বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব মডারেটর হিসবে কাজ করছেন ঢাকা স্কুল অব ইকনোমিকস্ এর সহকারি অধ্যাপক রেহানা পারভিন। দেশী ও বিদেশী তরুণ উদ্যোক্তা, ব্যাবসায়ী, ব্যাংকার,এনজিও কর্মী, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

“উদ্যোক্তা এক্সপো ও সামিট-২০১৯”- একসাথে দেশী ও বিদেশী তরুণ উদ্যোক্তা, ব্যাবসায়ী, এনজিও কর্মী, ব্যাংকার, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা তরুণ মিলিত হয়ে তাদের নেটওয়ার্কের বিস্তৃতি, একজনের সাফল্যের গল্প আরেকজনের কাছ থেকে শোনা, এবং সেইভাবে শেখার জন্য এ এক বিরাট প্ল্যাটফর্ম।

https://scontent.fdac31-1.fna.fbcdn.net/v/t1.0-9/49158490_10213104601752225_2674882168542461952_o.jpg?_nc_cat=101&_nc_ht=scontent.fdac31-1.fna&oh=60b85166903375476f6bae013ceba0c4&oe=5C8DE7B8

অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে +৮৮০১৬১৬৩৯৪৭০৪ মুঠো ফোনে যোগাযোনের
জন্য অনুরোধ করা যাচ্ছে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1525 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*