এন্ট্রিপ্রেনিউরিয়েল ইকোনোমিস্ট ক্লাবের সেমিনার ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গত ২২ ডিসেম্বর ২০১৮ তারিখ, শনিবার ঢাকা স্কুল অব ইকোনোমিকস এ অনুষ্ঠিতহয়। একসেস টু এন্ট্রিপ্রেনিউরিয়েলফাইনেন্স ফ্রম দি ব্যাংকিং সেক্টর এবং উদ্যোক্তা অর্থায়নে ব্যাংকএবংএস.ডি.জি ও সি.এস.আর ফর ইয়ং প্রফেশনাল” শীর্ষক সেমিনার।

উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জনাব কে.এস.এম মোস্তাফিজুররহমানএবংসি.এস.আর সেন্টার, বাংলাদেশেরনির্বাহিপরিচালক শাহামিন এস. জামান।

আলোচকদেরসদয়উপস্থিতি ও জ্ঞানগর্ভ আলোচনার জন্য অনুষ্ঠানের সভাপতির দেশের প্রখ্যাত উদ্যোক্তা অর্থনীতিবিদ, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব আলী।

ধন্যবাদ জ্ঞাপন করেন রেহানা পারভিন, সহকারিঅধ্যাপক, ঢাকা স্কুল অব ইকোনোমিকস।

এন্ট্রিপ্রেনিউরিয়েলইকোনোমিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতহয়। সভায় উপস্থিত ছিলেন,
দেশের প্রখ্যাত উদ্যোক্তা অর্থনীতিবিদ, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব আলীএবং ক্লাবের উপদেষ্টা রেহানা পারভিন, সহকারি অধ্যাপক, ঢাকা।

স্কুল অব ইকোনোমিকস উক্ত সভায় মোহাম্মদ জামান হোসেনকে সভাপতি ও সাদী মাহমুদ কে সধারণ সম্পাদক রেখে ২০ সদস্য বিশিষ্ট নয়া কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি সকলের সহযোগিতায় বাংলাদেশে উদোক্তার উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*