ভিকারুন নিসায় নতুন অধ্যক্ষ হাসিনা বেগম, শাখা প্রধান মোহসিন

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে নতুন অধ্যক্ষ হিসাবে প্রতিষ্ঠানটির অর্থনীতি বিষয়ের শিক্ষক হাসিনা বেগমকে দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভায় শিক্ষক নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।

বর্তমানে হাসিনা বেগম সবার সিনিয়র। সে কারণে তাকে এ পদে দায়িত্ব দেবার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া গণিত বিষয়ের সিনিয়র শিক্ষক মো. মোহসিন তালুকদারকে মূল প্রভাতী শাখা প্রধান করা হয়েছে। শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় বলে সূত্র জানিয়েছে।

অরিত্রীর আত্মহত্যার ঘটনার ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনার বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগ আনা হয় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে। এর আলোকে শিক্ষামন্ত্রী এ তিন শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন।

মন্ত্রীর এ নির্দেশনার আলোকে এ তিন শিক্ষককে বরখাস্ত করে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি। ফলে এ তিনটি পদ শূন্য হয়। এর পরই গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন করে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্রঃ ইত্তেফাক





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*