সিলেট বিভাগ:-
★ জেলা ৪ টি, সিলেট, মৌলভী বাজার, হবিগঞ্জ,
সুনামগঞ্জ। ( এমপি ১৯ জন।)
★ উপজেলা ৩৫ টি
★ পৌরসভা ১৪ টি
★ ইউনিয়ন ৩২৩ টি ইউনিয়ন,
★ পুরুষ মেম্বার ২৯০৭ জজন
★ মহিলা মেম্বার ৯৬৯ জন
★ গ্রাম সংখ্যা ১০১৮৫ টি ৷
★ লন্ডনী প্রবাসী ৫ লক্ষ
★ আমেরিকা প্রবাসী ৩ লক্ষ,
★ বাংলাদেশের প্রবাসীর সংখ্যা ১ কোটির মত ৷
সিলেটের মোট প্রবাসীর সংখ্যা ২০ লক্ষ।
★★★★★★★★
বাংলাদেশে সিলেটিদের অবদানঃ
১. ৩৬০ আউলিয়া, শাহজালাল রহঃ, শাহপরান রহঃ পূণ্যভূমি
সিলেট ।
২. ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা
ব্যাক্তিত্বদের অন্যতম ছিলেন সিলেটের সন্তান
বিপিন চন্দ্র পাল।
৩. ৭১ এর মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সর্বাধিনায়ক
ছিলেন সিলেটের সন্তান এম এ জি ওসমানী ।
৪. সিলেটি লন্ডন প্রবাসীরা বাংলা টাউন গঠন করে
ব্রিটেনের বুকে গড়েছেন
এক টুকরো ছোট্ট বাংলাদেশ ।
৫. স্বাধীন বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে
জাগিয়ে তোলার রুপকার
সিলেটের সন্তান এম সাইফুর রহমান । সর্বাধিক সংখ্যক
বাজেট ঘোষণা করেন তিনি।
সিলেটের আরও দুই কৃতি অর্থনীতিবিদ
শাহ এম এস কিবরিয়া ও আবুল মাল আব্দুল মুহিত।
৬. বাংলা সাহিত্যের যাদুকর সৈয়দ মুজতবা আলী,
সিলেটের সন্তান।
৭. বাংলাদেশে নিযুক্ত একমাত্র ব্রিটিশ-বাংলাদেশী
হাইকমিশনার ছিলেন সিলেটের সন্তান আনোয়ার
চৌধুরি ।
৮. ব্রিটেনের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী
এমপি সিলেটি বংশদ্ভূত রুশনারা আলী।
৯. আমেরিকার পার্লামেন্টের প্রথম বাংলাদেশী
সিনেটর সিলেটি (বিয়ানীবাজার) বংশদ্ভূত হাসি্ম ক্লার্ক।
১০. ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসের সাবেক
মেয়র সিলেটের সন্তান লুৎফুর রহমান ।
১১. একমাত্র বাংলাদেশী হিসেবে ব্রিটেনের
রাণীর কাছ থেকে নাইট উপাধি নেন সিলেটের
সন্তান স্যার ফজলে হাসান আবেদ।
১২. ব্রিটেনের রাণীর অফিশিয়াল শেফের দায়িত্ব
কৃতিত্বের সাথে পালন করেছেন সিলেটের
সন্তান টমি মিয়া ।
১৩. বিশ্বের সবচেয়ে বড় এনজিও সংস্থা ব্র্যাক এর
প্রতিষ্ঠাতা সিলেটের সন্তান স্যার ফজলে হাসান
আবেদ।
১৪. পৃথিবীর শ্রেষ্ঠজীন সাইন্টিস্টদের অন্যতম
সিলেটের সন্তান ডঃ আবেদ ।
১৫. চিকিৎসা বিজ্ঞানী ফ্লোরা-ভাইরাসের আবিষ্কারক
সায়মা আমিন সিলেটের (বিয়ানীবাজার) সন্তান ।
১৬. সিলেটিদের পাঠানো রেমিটেন্স গত ৪০ বছর
ধরে রুগ্ন বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে
রেখেছে ।
১৭. বাংলাদেশের সংসদ নির্বাচনে সবচেয়ে
গুরুত্বপূর্ণ আসন সিলেট ১ আসন। বলা হয় এ
আসনে নির্বাচিতের দলই সরকার গঠন করে ।
১৮. জাতিসংঘে প্রথম ও একমাত্র বাংলাদেশি স্পিকার
সিলেটের সন্তান হুমায়ুন রশিদ।
১৯. বাংলাদেশের প্রথম চীফ অব প্রটোকল পাওয়া
কূটনীতিক হলেন
সিলেটের সন্তান ফারুক চৌধুরী ।
১৫. বাংলা রেপ সংগীতের জনক সিলেটের সন্তান
ফকির লাল মিয়া।
১৬. লন্ডন ওলিম্পিক ২০১২ তে অফিশিয়াল ফুড সার্ভ
করার দায়িত্ব ছিল
লন্ডনে অবস্থিত সিলেটি রেস্টুরেন্টের।
১৭. বাংলাদেশের প্রথমটেস্ট জয়ের নায়ক
সিলেটের সন্তান এনামুল হক জুনিয়র। বাংলাদেশের
টেস্ট ক্রিকেটে প্রথম বল করেন সিলেটের
সন্তান হাসিবুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে
প্রথম ওডিআই হান্ড্রেড করেন সিলেটের সন্তান
অলক কাপালি।
১৮. বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের
সংগীত শীল্পি ধরা হয় সিলেটের সন্তান শুভ্র
দেবকে।
১৯. সুবীর নন্দী, হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধা
রমন, দূরবীন
শাহ সকলেই সিলেটের সন্তান ।
২০. পর্যটনে বাংলাদেশের একমাত্র স্বকীয়তা
ধরে রাখতে পারা ভূমি সিলেট।
সিলেটের চা, জলঢুপি-আনারস, কমলার খ্যাতি
বিশ্বজোড়া।
সিলেটিরা মাথা উঁচু করে বাঁচো।
গর্ব করে বাঁচো।
Leave a Reply