বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সামার ২০১৯ টার্মে ৪ বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স বিএস (কৃষি/ফিশারিজ/কৃষি অর্থনীতি) এবং ৫ বছর মেয়াদী ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল রবিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrau.edu.bd ও নোটিশ বোর্ডসমূহে দেখা যাবে।

এর আগে বেলা ১২টা হতে ১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের ৩৩০ আসনের বিপরীতে এবছর মোট ৫২৪৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পান।

বশেমুরকৃবি’র উপ পরিচালক (জনসংযোগ) মোঃ মাহফুজ-উল-আলম জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। তিনি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এসময়ে বিশ্ব বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*