৪০তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা মালদ্বীপের জনসংখ্যার সমান

By লেখাপড়া বিডি ডেস্ক

Published on:

Advertisements

৪০তম বিসিএসে আবেদনের সংখ্যা রেকর্ড পরিমাণ ছাড়িয়েছে। যা প্রায় মালদ্বীপের জনসংখ্যার সমান। ১৫ নভেম্বর এই বিসিএস-এ আবেদনের শেষ দিন ছিল। যেখানে আবেদন পড়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার। ফি দেওয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ৭৮ হাজার।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন জানান, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন। কিন্তু, এবার এর চেয়ে ১ লাখ বেশি প্রার্থী আবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর এটা হবে বিসিএসে আবেদনের সংখ্যায় রেকর্ড।

এদিকে মালদ্বীপের জনসংখ্যা প্রায় ৪ লাখ ২ হাজার ৫৯ জন। যেখানে দেখা যায় ৪০তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা প্রায় মালদ্বীপের জনসংখ্যার সমান।

গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আর আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এবারের মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রশাসনে ২শ, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮শ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Comment