?ডিগ্রীতে আপনি BBA( BBS) , BSC, BSS, BA এইগুলো
নিয়ে পড়তে পারেন।
***BBS– Bachelor of business Study
***Bsc– Bachelor of science
***BSS– Bachelor of social science
***BA– Bachelor of Arts
ডিগ্রীতে আপনাকে মোট তিনটি সাবজেক্ট নিয়ে
পড়তে হবে।যেমন – ধরেন আপনি BA নিয়ে পড়বেন এখন
কলেজে BA তে
ক) রাষ্ট্রবিজ্ঞান / সমাজকর্ম / সমাজবিজ্ঞান
খ) ইতিহাস / ইসলামিক ইতিহাস
গ) দর্শন / অন্য যেকোনো বিষয়
এখন আপনাকে ক, খ ও গ এখান থেকে ১টি করে মোট
তিনটি বিষয় নিতে হবে। এটা আপনার নিজ
ইচ্ছামতো নিতে পারবেন চান্স পাওয়ার পর।এছাড়া
ডিগ্রী তে কম খরচ হয়।
ডিগ্রি ৩ বছরের স্নাতক পাস কোর্স।অনার্সে
আপনাকে যে সাবজেক্ট দিবে সে
সাবজেক্ট দিয়ে অনার্স ও মাস্টার্স
করতে হবে। কিন্তু ডিগ্রির ক্ষেত্রে
পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়। একজন স্টুডেন্ট কে
নিজের পছন্দমত ডিগ্রি তে পঠিত ৩ সাবজেক্ট থেকে
১টি নিয়ে মাস্টার্স করা যাবে। অনার্স কমপ্লিট
করে ১ বছর লাগবে
মাস্টার্স করতে আর ডিগ্রি কমপ্লিট
করে মাস্টার্স করতে ২ বছর লাগবে।
**** ডিগ্রি শেষ করে মাষ্টার্স ১ম পার্ট মানি ১ম বছর
শেষ করলে অাপনি অনার্সের সম মান পাবেন। তখন
অনার্স = ডিগ্রী + মাষ্টার্স ১ম পার্ট বা বছর…..
স্নাতক (পাস) অর্থাৎ ডিগ্রী তে উপবৃত্তি : সরকারি
স্নাতক পাসে মেয়েদের পাশাপাশি ছেলেদেরকে
উপবৃত্তি দিচ্ছে। বছরে ৪৯০০ টাকা করে উপবৃত্তি
দেয়। ৩ বছরে মোট ১৪৭০০ টাকা পাওয়া
যায়।
প্রোগাম প্লান :
বর্তমানে যারা ডিগ্রি তে ভর্তি হবে তাদের
কোনো সেশনজটে পড়তে হবে না। কারন ক্রাস
প্রোগামের অাওতায় তাদের কোর্স শেষ করা হচ্ছে
এবং হবে।
পরীক্ষা পদ্ধতি : বর্তমানে ডিগ্রি সিলেবাস
অনার্সের ক্যাটাগরিতে। ইনকোর্স
পরীক্ষা ২০ মার্কস এবং মূল পরীক্ষা ৮০ মার্কের হয়।
সাবজেক্ট অাউটলেন : ২০১৩-১৪ সেশনে ডিগ্রি তে
প্রতি বছর ৭টি সাবজেক্ট পড়ানো হচ্ছে, ৩
বছরে ২১ টি সাবজেক্ট পড়তে হবে।
গ্রেডিং পদ্ধতি :
২০১৩-১৪ সেশন থেকে ডিগ্রি তে সিজিপিএ
সিস্টেমে রেজাল্ট
পাবলিশ করা হচ্ছে। সুতরাং রেজাল্ট অনার্সের মতই
সিজিপএ সিস্টেমে বের হবে ….
ভবিষ্যৎ ভাবনা :
ডিগ্রী করে অনেকের মাঝে সব থেকে বড় অাতঙ্ক
হলো নিজেদের মনের ভয় । হ্যা, অামি যা বলছি
তা সত্যি নিজেদের মনের অাতঙ্ক টাই
অাপনাদের কাল হয়ে দাড়িয়েছে। শিক্ষা অামাদের
চালিয়ে যেতে হবে এটাই মূখ্য। ডিগ্রি পড়ে কেন
কিছু করা যাবে না ? অনার্স কোর্স যখন ছিল না
তখন ডিগ্রী পড়েই অামাদের বাপ দাদারা চলেছে
… সময়ের সাথে তাল মিলাতে গিয়ে ডিগ্রী
পিছিয়ে পড়েছে এটাই ….
এখন অাসি মূল কথায়। পড়াশুনা বন্ধ করবেন না দয়া
করে। অনার্সে চান্স নি পেলে অার অার্থিক সমস্যা
থাকলে ডিগ্রীতে ভর্তি হদে চেষ্টা করবেন। কে কি
বলছে তার কথা শুধু কানে নিবেন কিন্তুু মাথায়
নিবেন না। কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে তাকে মুখে
জবাব দিতে হয়না। জবাব দিবেন অাপনার সফলতা
দিয়ে ….
অামি যা বলছি তা ডিগ্রী শুরুর ১ম থেকে ফলো করতে
পারেন যদি উপকারে অাসে নিজেকে ধন্য মনে
করবো ….
১) ডিগ্রীর রেজাল্ট যেহেতু জিপিএ তে দিবে।
সুতরাং ভালো সিজিপএ রাখবেন বাধ্যতামূলকভাবে।
২) টিউশনি / জব করবেন নিজের পড়ালেখা কে ঠিক
রেখে । যেটাই করবেন যেন কোনটার জন্য কোন
ক্ষতি না হয়
৩) ডিগ্রি পড়াকালীন কোমড় বেধে BCS + IBA MBA
প্রস্তুুতি নিন। কি কি বই লাগবে সেটা বলে
দিবোনি …..
*** ডিগ্রি + মাষ্টার্স ১ম পর্ব শেষ করে বিসিএস সহ
অন্যান্য পরীক্ষা দিতে পারবেন….
৪) BCS + IBA PREPARATION + GOOD CGPA ইত্যাদির
পাশাপাশি কিছু জিনিসের জন্য পরিশ্রম করুন। এসব
অর্জন করার চেষ্টা করুন …..
Communication skills
interpersonal skills
computer Literacy
analytical skills
smartness and politeness in attire
উপরের উল্লেখিত ৪ টা পয়েন্ট মনে রেখে ৩বছর চলেন
অাল্লাহ পাক চাইলে পিছনে তাকাতে হবে না ….
কথাগুলা খারাপ বলতে স্কিপ করবেন অার ভালো
লজিক মনে হলে অনুসরন করবেন ….
need to think few things more
my cents : |
1) Dont need to be shamed
2) what will say others – Forget to think abt what others say
3) tough time but you have to be strong at any cost .
4) DOnt loose hope untill you die
5) your study life havent finished yet … Need to think wisely
dude
6) if u fail at something then take a lesson from it and
amend ur mistakes ……..
7) Dont stay with the people who discourage you ..try to
stay the person who inspire you a lot ………..
Work on it brother
সর্বশেষে বলবো – ” যারা পারে তারা পথ দেখায়
অার যারা পারেনা তারা পথের কাটা হয়ে দাড়ায় ”
Choice is yours now. If you want to raise the top then
you must toil a lot… Set your Aim and shoot out on it
(Collected)
Leave a Reply