ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৬ নভেম্বরের মধ্যে ২০১৪, ২০১৫, ২০১৬ খ্রিস্টাব্দে উত্তীর্ণরা অধিভুক্ত ৭ কলেজে মাস্টার্স ভর্তির আবেদন করতে পারবেন। বুধবার (৩১ অক্টোবর) অধিভুক্ত ৭ কলেজের ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪, ২০১৫, ২০১৬ খ্রিস্টাব্দে ন্যূনতম ২.৫ সিজিপিএ পেয়ে উত্তীর্ণরা ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তির আবেদন করতে পারবেন। প্রার্থীরা তার পছন্দমত কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তির সুযোগ পাবেন।
ঢাবি অধিভুক্ত ৭ কলেজে মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি
ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পরবর্তিতে জানানো হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
Leave a Reply