পরীক্ষা শব্দটা এমন, যেটা শুনলে বর্তমান অথবা অতীত সকল প্রজন্মই আঁতকে ওঠে। ওঠাটাই স্বাভাবিক, কারণ আমাদের আরামপ্রিয় মস্তিষ্ক এত চাপ নিতে চায় না।
পরীক্ষার পড়ার জন্য রাতগুলো যখন নির্ঘুম কাটে তখন নিশ্চয় একবার হলেও মাথায় আসে কে আবিষ্কার করেছিল এই পরীক্ষা?
হেনরি এ ফিশেল।
জি, তিনিই পরীক্ষার আবিষ্কারক।
১৯১৩ সালে জার্মানির বন নামক স্থানে ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন হেনরি।
হেনরি বাবা অ্যাডলফ ফিশেল এবং মা নি সুসেনগাট।
জন্মস্থানেই সেকেন্ডারি স্কুল শেষ করে তিনি ইউনিভার্সিটি অব বার্লিন থেকে ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন।
Leave a Reply