Advertisements
জমিদার বাড়ী মসজিদ, ভাটিপাড়া, দিরাই। নান্দনিক এই মসজিদটি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে অবস্থিত।
ইহা ১৭ শতকের শেষের দিকে নির্মিত হয়। দিল্লির মসজিদের আদলে এটি নির্মাণ করা হয়।
চুনসুরকির তৈরি এ মসজিদের ৩টি বিশাল গম্বুজ রয়েছে। এছাড়া রয়েছে বড় চারটি মিনার। সর্বমোট ১৬ টি মিনার আছে।
সিরামিকের নান্দনিক কারুকাজ দিয়ে দেয়াল গুলি সাজানো।
যারা দেখেন নাই আজই চলে আসুন।।।