![FB_IMG_15396202167774102](https://lekhaporabd.net/wp-content/uploads/2018/10/FB_IMG_15396202167774102.jpg)
যারা ছবি তুলতে ভালোবাসেন, ছবিকে ভালোবাসেন কিন্তু ভালো পর্যায়ে নিজের ছবিকে তুলে ধরতে পারছেন না তাদের জন্য দারুণ এক সুযোগ করে দিলো বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি’র ফটোগ্রাফি ক্লাব “বাইউস্ট ফটোগ্রাফি ক্লাব-বিপিসি’।
সম্প্রতি তারা সারা দেশের সকল কলেজ-ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ৩১ অক্টোবর বাইউস্ট অডিটোরিয়ামে আয়োজনে করতে যাচ্ছে বাইউস্ট গ্যালারী-২০১৮।
বিনামুল্যে দেশের যে কোন কলেজ কিংবা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র রেজিস্ট্রেশন এর মাধ্যমে অংশ নিতে পারবে৷ মোবাইল কিংবা ক্যামেরা উভয় ডিভাইসের ছবি ই গ্রহণযোগ্য। অংশগ্রহণকারীদের জন্য ক্লাবের পক্ষ থেকে দেয়া হবে সার্টিফিকেট ও স্ন্যাক্স ৷ ছবি জমা দেয়ার শেষ সময় ২০ ই অক্টোবর। একজন অংশগ্রহণকারী জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ ৫ টি ছবি জমা দিতে পারবে।
বিস্তারিত জানার জন্য ও রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগঃ ০১৭৯৫৮৯৭৩৫৩
Leave a Reply