ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ এবং ‘বণিক বার্তা’ পত্রিকার যৌথ আয়োজনে ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার সকালে অনুষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘নন-ফিকশন বইমেলা ২০১৮’-এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বইমেলার নিবিড় সম্পর্ক রয়েছে। বিশ্বের সব বড় বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বইমেলার আয়োজন করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করায় বণিক বার্তা ও সকল প্রকাশকদের ধন্যবাদ জানাই।
এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান, ‘বণিক বার্তা’ প্রত্রিকার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ প্রমুখ।
এবারের মেলায় অংশ নিচ্ছে দেশের খ্যাতিমান ২১টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা চলবে আগামী ২ অক্টোবর ২০১৮ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
Leave a Reply