স্বাস্থ্য ক্যাডারে ৩৯তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
০৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েব সাইটে www.bpsc.gov.bd এ ফলাফল প্রকাশ করা হয়।
যেকোন মোবাইল হতে এসএমএস করেও ফলাফল জানা যাবে। মোবাইলে ফল জানতে PSC 39 Registration Number লিখে ১৬২২২ তে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেয়া হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত মাসের ৩ আগস্ট ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার ৩২টি কেন্দ্রে বিশেষ এ বিসিএস পরীক্ষা নেওয়া হয়। প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন।
এ বিশেষ বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে।
Leave a Reply