চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ cvasu.ac.bd

By আল মামুন মুন্না

Published on:

Advertisements

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর ২০১৮ খ্রি. তারিখ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবার তিনটি অনুষদে মোট ২৪৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভেটেরিনারি মেডিসিন অনুষদে- পাঁচ বছর মেয়াদী ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) কোর্সে ১০০ জন, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদে- চার বছর মেয়াদী বিএসসি (অনার্স) ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি কোর্সে ৮০ জন এবং ফিশারিজ অনুষদে- চার বছর মেয়াদী বিএসসি ইন ফিশারিজ (অনার্স) কোর্সে ৬৫ জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। চলুন জেনে নেওয়া যাক ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যঃ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-২০১৯

ভর্তি বিষয়ক ওয়েবসাইট ভিজিট করুনঃ cvasu.ac.bd

ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

আবেদন করার সময়০৩/০৯/২০১৮ হতে ০৪/১১/২০১৮ পর্যন্ত
ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান২৪/১১/২০১৮ (শনিবার) সকাল ১১:০০ ঘটিকা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অন্যান্য নির্ধারিত কেন্দ্র সমূহ)
ফলাফলপ্রকাশ২৪/১১/২০১৮ রাত ৮:০০ ঘটিকার পর ফলাফল বিশ্ববিদ্যালয়ের নােটিশ বাের্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মেধা তালিকা হতে ভর্তি০২/১২/২০১৮ এবং ০৩/১২/২০১৮
অপেক্ষমান তালিকা হতে ভর্তি০৪/১২/২০১৮
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ০১/০১/২০১৯

অনুষদ ও আসন সম্পর্কিত তথ্য

অনুষদের নামডিগ্রির নাম

 

কোর্সের। মেয়াদ

 

আসন সংখ্যা

 

ভেটেরিনারি মেডিসিন অনুষদ

 

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ।

(ডিভিএম)

 

পাঁচ বছর

 

১০০
ফুড সায়েন্স এন্ড টেকনােলজি অনুষদ

 

বি এসসি (সম্মান) ইন ফুড সায়েন্স।

 

চার বছর৮০

 

ফিশারিজ অনুষদ।

 

বি এসসি ইন ফিশারিজ (সম্মান)।

 

চার বছর

 

৬৫

 

মোট আসন সংখ্যা২৪৫

আবেদনের ন্যূনতম যোগ্যতা

  • ২০১৫ অথবা ২০১৬ সালে এসএসসি/সমমান এবং ২০১৭ অথবা ২০১৮ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে পাস করতে হবে (যে সকল প্রার্থী ২০১৫ সালের পূর্বে এসএসসি/সমমান এবং ২০১৭ সালের পূর্বে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে সকল প্রার্থী আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবে না)।
  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৭.০ এবং আলাদাভাবে প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩.০ পেতে হবে ।
  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত (এসএসসি-এর ক্ষেত্রে সাধারণ গণিত) এবং জীববিদ্যা আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।
  • এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত, জীববিদ্যা এবং ইংরেজি প্রতিটি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ২.০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন

মােট নম্বর : ২০০

(i) এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের উপর ১০০ নম্বর
এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ = ৪০ নম্বর
* এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ = ৬০ নম্বর |

(ii) লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) ১০০ নম্বর

  • লিখিত পরীক্ষার সময় ১ (এক) ঘন্টা
  • লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর : পদার্থবিদ্যা-২০, রসায়নবিদ্যা-২০, গণিত-২০, জীববিদ্যা-৩০, ইংরেজি-১০।

আবেদনের প্রক্রিয়া

SMS পদ্ধতিতে মােবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।

ক) ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে ।

খ) যে কোন টেলিটক প্রি-পেইড মােবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে CVASU <Space> এইচএসসি শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর<Space> এইচএসসি পরীক্ষার রােল নম্বর <Space> এইচএসসি পাশের সাল <Space> এসএসসি শিক্ষাবাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <Space> এসএসসি পরীক্ষার রােল নম্বর <Space> এসএসসি পাশের সাল <Space> যে মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক (বাংলা মাধ্যমের জন্য B অথবা ইংরেজী মাধ্যমের জন্য E ) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

উদাহরণ : CVASUDDHA>123456<>2018<>DHA 123456<>2016<>B

উদাহরণটি ঢাকা বাের্ডের এবং CVASU এর সকল অনুষদের জন্য। এখানে ১২৩৪৫৬’ এবং DHA এর পরিবর্তে যথাক্রমে আবেদনকারীর নিজের এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান পরীক্ষার রােল নম্বর এবং শিক্ষা বাের্ড দিতে হবে। কোন প্রার্থী ২০১৭ সালে এইচএসসি/সমমান পাশ করে থাকলে ২০১৮ এর পরিবর্তে ২০১৭ লিখতে হবে।

Leave a Comment