এফজিপিএইচএসডিএস)-এর ১ম বোর্ড অব এক্সিকিউটিভস (কার্যনির্বাহী পরিষদ) অনুমোদিত

নবম শ্রেণির ছাত্র সাফকাত রাইয়ান সাবলীলকে সভাপতি এবং অষ্টম শ্রেণির ছাত্র মো. জিদান উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে বুধবার (২৯ আগস্ট) ‘১ম বোর্ড অব এলিটস (উপদেষ্টা পরিষদ)’ কর্তৃক অনুমোদন প্রদান করা হয় ঐতিহ্যবাহী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘ফেনী গভর্নমেন্ট পাইলট হাই স্কুল ডিবেটিং সোসাইটি (এফজিপিএইচএসডিএস)’-এর একত্রিশ সদস্যবিশিষ্ট ‘১ম বোর্ড অব এক্সিকিউটিভস (কার্যনির্বাহী পরিষদ)’-কে। এ বোর্ড আগামী ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত দায়িত্ব পালন করবে।

এ বছর মার্চ মাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হোসনে আরা বেগমকে প্রধান উপদেষ্টা, সহকারী প্রধান শিক্ষক জনাব মো. গোলাম কিবরিয়া ও জনাব জীবন কৃষ্ণ পালকে উপদেষ্টা এবং সহকারী শিক্ষক (গণিত) জনাব মীর আন্‌-নাজমুস সাকিবকে মডারেটর করে গঠিত ‘১ম বোর্ড অব এলিটস (উপদেষ্টা পরিষদ)’-এর মাধ্যমে বিতর্ক সংগঠনটির যাত্রা শুরু হয়। ১২ মে বিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিক, দশম শ্রেণির ছাত্র মহিব উল্ল্যাহ চৌধুরী (মাহি), ইশতিয়াক আবছার বর্ষণ, আবদুল্লাহ্‌ আল মিলহান, রাকিব নাহিম, মিনহাজুর রহমান (মেহেরাজ), ইশতিয়াক বিন আহমেদ (শৈবাল) এবং সন্দীপ রায়কে নিয়ে সাত সদস্যবিশিষ্ট ‘১ম বোর্ড অব প্রেসিডিয়াম (সভাপতিমণ্ডলী)’ গঠন করা হয়। উক্ত বোর্ড-এর মনোনয়ন ও দায়িত্বপ্রাপ্ত মডারেটর-এর সুপারিশক্রমে পরবর্তীতে গঠিত হয় ‘১ম বোর্ড অব এক্সিকিউটিভস’।

 

৩১ (একত্রিশ) সদস্যবিশিষ্ট ১ম বোর্ড অব এক্সিকিউটিভস (কার্যনির্বাহী পরিষদ)-এর সদস্যদের তালিকা

 

সভাপতি : সাফকাত রাইয়ান সাবলীল, নবম শ্রেণি
সিনিয়র সহ-সভাপতি : মো. মোহতাসিম বিল্লাহ্‌ (জিতু),নবম শ্রেণি
সহ-সভাপতি (প্রশাসন) : রাহাত বিন জাহাঙ্গীর,নবম শ্রেণি
সহ-সভাপতি (বিতর্ক) : মোহাম্মদ সাদমান, অষ্টম শ্রেণি
সাধারণ সম্পাদক : মো. জিদান উদ্দিন, অষ্টম শ্রেণি
ন্যায়পাল ও জ্যেষ্ঠ সম্পাদক : কে.এম. মারজিউল করিম (রাফি), দশম শ্রেণি
কোষাধ্যক্ষ : সিয়াম আহমদ, নবম শ্রেণি
যুগ্ম-সম্পাদক : আরিফ ইশতিয়াক, সপ্তম শ্রেণি
সাংগঠনিক সম্পাদক : আবরার মাহীর প্রতীক, অষ্টম শ্রেণি
দপ্তর সম্পাদক : আহনাফ শাহরিয়ার, অষ্টম শ্রেণি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক : আদিত্য বণিক, সপ্তম শ্রেণি
প্রচার ও জনসংযোগ সম্পাদক : ইবাদ শাহরিয়ার, সপ্তম শ্রেণি
শিক্ষা, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক : মো. রাকিবুল হাসান, নবম শ্রেণি
ক্রীড়া সম্পাদক : আজমাইন আবরার, সপ্তম শ্রেণি
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক : সুমিত আচার্য, অষ্টম শ্রেণি
সমন্বয়ক (বাংলা বিতর্ক) : আল জুবায়ের খান, অষ্টম শ্রেণি
সমন্বয়ক (ইংরেজি বিতর্ক) : সারাফাত হোসেন, নবম শ্রেণি
সমন্বয়ক (প্রশিক্ষণ) : মুনওয়ার আসেফ, দশম শ্রেণি
সমন্বয়ক (কুইজ) : মফিজ উদ্দিন চৌধুরী, সপ্তম শ্রেণি
কার্যনির্বাহী সদস্যবৃন্দ (১২ জন) : রাজেশ মজুমদার, দশম শ্রেণি
    মারুফ হোসেন, দশম শ্রেণি
    সাজিদ আহম্মদ চৌধুরী (নিলয়), দশম শ্রেণি
    তাহসিন, দশম শ্রেণি
    রবিউল ইসলাম, দশম শ্রেণি
    আবরার হোসেন আবেদ, দশম শ্রেণি
    মোবারক হোসেন, সপ্তম শ্রেণি
    অংশুল সাহা, সপ্তম শ্রেণি
    আফনান আহমেদ, ষষ্ঠ শ্রেণি
    আশরাফ আলী ফাইয়াজ, ষষ্ঠ শ্রেণি
    সাজ্জাদুল ইসলাম, ষষ্ঠ শ্রেণি
    শ্রাবণ দাস, ষষ্ঠ শ্রেণি

 





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*