Advertisements
৩৬ তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। ২ হাজার ২০২ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন পদে নিয়োগ দিয়ে ৩১ জুলাই ২০১৮ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই গেজেট প্রকাশ করেছে।
গেজেটে জানানো হয়, আগামী ৩ সেপ্টেম্বর চাকরিতে যোগ দিতে হবে উত্তীর্ণ প্রার্থীদের। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। পরের বছরের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষা শেষ হয় ২০১৭ সালের জুনে।
গত বছরের ১৭ অক্টোবর ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। কিন্তু ১২১জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন।