সহজে সকল বোর্ড এর মার্কশীট সহ এইচএসসি পরীক্ষার ফলাফল ২০১৮ দেখবেন যেভাবে

১৯/০৭/২০১৮ তারিখ বেলা ১:০০ টায় সকল বোর্ড এর ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে সহজে মার্কশীট সহ ফলাফল পাবেনঃ

অনলাইনে সহজে সকল বোর্ড এর ফলাফল জানার উপায়ঃ  অনলাইনে ফলাফল প্রকাশের পর সবাই www.educationboardresults.gov.bd সাইটে ফলাফল দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। ফলে ভিজিটর এর চাপ সামলাতে না পারায় ঐ সাইটে ঢুকে ফলাফল দেখা কঠিন হয়ে পড়ে। কিন্তু সকল বোর্ড এর শিক্ষার্থীদের জন্য সুখবর হলো স্ব স্ব বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে একই সময় মার্কশীট সহ ফলাফল প্রকাশ করবে। ফলে অনেকটা ঝামেলা ছাড়াই eboardresults.com সকল বোর্ড এর ফলাফল জানা যাবে।

ফলাফল কিভাবে সহজে দেখবেন তার নিয়ম দেখুন এই ভিডিওতে

 

মোবাইল থেকে ফলাফল দেখতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক করুন

সকল বোর্ড এর ফলাফল জানার আরো কিছু পদ্ধতিঃ

  • এসএমএস এর মাধ্যমে সকল বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফলঃ

যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে সকল বোর্ড এর ফল পেতে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে  শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2018

পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

  • স্ব স্ব প্রতিষ্ঠানের ডাইনামিক ওয়েসাইটের H.S.C.  Result  2018 মেন্যু থেকে পরীক্ষার্থীর ফলাফল ও Result  Sheet মেন্যু থেকে প্রতিষ্ঠানের সকল ফলাফল পাওয়া যাবে৷
  • প্রয়োজনে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হতে ফলাফল সংগ্রহ করা যাবে৷





About মোহাম্মদ মোহন 73 Articles
মোহাম্মদ মোহন সম্প্রতি নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী থেকে বি.এস.এস (অনার্স), এম.এস.এস (অর্থনীতি) সম্পন্ন করেছেন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*