ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভ’ত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর উদ্যোগে ১০ জুলাই জাতীয় পর্যায়ে উদ্যোক্তা অর্থনীতির উপরে কেস স্টাডি প্রতিযোগিতা শুরু হয়। এতে এসিআই কনজ্যুমার ব্রান্ডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর প্রতিযোগিতা উদ্বোধন করেন। এতে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর গভর্ণিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ জাতীয় পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নকে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান প্রধান অতিথির বক্তৃতায়।
অনুষ্ঠানে প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন যে দেশে উদ্যোক্তা উন্নয়নে যে সমস্ত কর্মকান্ড পরিচালিত হচ্ছে সেগুলোকে জনগনের সামনের শোকেস হিসেবে তুলে ধরে জনগনকে সচেতন করতে হবে।
ভারতের এমটিসিএ গ্লোবালের সভাপতি প্রফেসর ভোলানাথ দত্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
সামগ্রিক অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক রেহানা পারভিন।
এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ ১০টি টিমে ৩০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
Leave a Reply