২০২০-২১ শিক্ষাবর্ষে পোস্ট বেসিক বিএসসি নার্সিং/বিএসসি পাবলিক হেলথ নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

সরাকরি নাসিং ভর্তি বিজ্ঞপ্তিঃ দেশের পাঁচটি সরকারি নার্সিং কলেজে দুই বছর মেয়াদি (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) পোস্ট বেসিক বিএসসি, নার্সিং ও বিএসসি, পাবলিক হেলথ নার্সিং কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলোঃ

অন-লাইনে আবেদন শুরুর তারিখঃ ০৫/০৯/২০২০ (সকাল ৯ টা হতে) ।

অন-লাইনে আবেদনের শেষ তারিখঃ ১৫/০৯/২০২০ ( রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত) ।

 

আসন সংখ্যা (মোট): ৬২৫ টি

কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকাঃ ১২৫ টি।

ফৌজদারহাট নার্সিং কলেজ, চট্টগ্রামঃ ১২৫ টি।

বগুড়া নার্সিং কলেজ, বগুড়াঃ ১২৫ টি।

খুলনা নার্সিং কলেজ, খুলনাঃ ১২৫ টি।

সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ, কাপাসিয়া, গাজীপুরঃ ১২৫ টি।

 

প্রার্থীর যোগ্যতা (বাংলাদেশি প্রার্থী):

  • বাংলাদেশি প্রার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান/এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস।
  • ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন নার্সিং বা সমমান।
  • বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত।
  • সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স/নার্স পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতার সপক্ষে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যয়নপত্র আছে কি না, তা অনলাইন আবেদনে উল্লেখ করতে হবে।
  • বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা শিথিলযোগ্য।

প্রার্থীর যোগ্যতা (বিদেশি প্রার্থী):

  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস হতে হবে।
  • ডিপ্লোমা ইন নার্সিং পাস।
  • সংশ্লিষ্ট দেশের নার্সিং কাউন্সিল থেকে হালনাগাদ রেজিস্ট্রেশনপ্রাপ্ত।
  • ডিপ্লোমা ইন নার্সিং পাসের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
  • উপযুক্ত চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ।
  • বিদেশি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাপ্ত বিদেশি শিক্ষার্থীদের আবেদন একটি কমিটির মাধ্যমে মূল্যায়ন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট নার্সিং কলেজে ভর্তি করা হবে।

 

ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন 

অনলাইনে আবেদনর নিয়মাবলিঃ

প্রার্থীকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের www.dgnm.gov.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং ফি জমা দিতে হবে। অবশ্যই ফরম পূরণের আগে প্রার্থীকে নির্দেশনা ও বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা মানতে হবে। শুধু অ্যাপ্লিকেশন আইডিপ্রাপ্ত প্রার্থীরা মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি ৫০০ টাকা জমা দেবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র পূরণ করা যাবে না।





About আল মামুন মুন্না 821 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*