বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহায়ক বই (মানবিক শাখা)

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনে খুবই গুরুত্বপূর্ন একটা পরীক্ষা। এর জন্য একজন শিক্ষার্থীর উচিত যতটুকু সময় পাবে মন দিয়ে পড়াশুনা করা এবং ভর্তি পরীক্ষার জন্য সঠিক বই নির্বাচন করে সেগুলো ভালোভাবে পড়া।  বাজারে ভর্তি প্রস্তুতির জন্য শত শত বই রয়েছে এখন তোমাদের প্রশ্ন হলো কোন কোন বই পড়া দরকার? চলো জেনে নেওয়া যাক ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বই পড়া প্রয়োজন।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

⇒ বাংলাঃ

  • নবম-দশম শ্রেণীর বাংলা ভাষার ব‍্যাকরণ বই
  • এইচএসসি বাংলা মূল বই
  • বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ডঃ সৌমিত্র শেখর )
  • বাংলা বিচিত্রা

⇒ ইংরেজিঃ

  • English for competitive exam.
  • Master.
  • TOEFL
  • English bichitra

(উপরের সব বই ভালো, তবে ভর্তি পরীক্ষার প্রাথমিক পর্যায়ের জন্য Master ই বেটার। বইটি সাজানো গুছানো এবং মিনিংসহ। তার সাথে TOEFL)

⇒ সাধারণ জ্ঞানঃ

  • MP3 সাধারণ জ্ঞান
  • জয়কলি জ্ঞানকোষ
  • ক্যারিয়ার এইড

(ভর্তি পরীক্ষা জন্য MP3 অথবা ক্যারিয়ার এইড খুবই ভালো, যে কোন একটা বই ভালো করে পড়লে হবে। তবে MP3     পড়াই বেটার + কোচিং শীটগুলো ভালোভাবে পড়)

⇒ আর যে বইগুলো লাগবেঃ

  • আসিওরেন্স বিসিএস প্রশ্ন ব‍্যাংক.
  • যে ইউনিটে পরীক্ষা দিবে তার প্রশ্ন ব‍্যাংক।





About ROCKY RAJ 21 Articles
এল.এল.বি (অনার্স) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*