বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশে ব্যাকরণ ও সাহিত্য নিয়ে প্রশ্ন হয়। বাংলা অংশের জন্য দুটি গুরুত্বপূর্ণ বই হলো হুমায়ুন আজাদ এর লেখা লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী এবং কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী । এই দুটি বই তোমাদের ভর্তি পরীক্ষার সহায়ক হিসেবে কাজে আসবে। বই দুটির PDF লিংক দেওয়া হলো।
বইয়ের বিবরণ
- বইয়ের নামঃ লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী এবং কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী
- লেখকঃ হুমায়ুন আজাদ
- প্রকাশকঃ বাংলা একাডেমী, আগামী প্রকাশনী
- সাইজঃ ৪+8 এমবি
- ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
- ফরম্যাটঃ পিডিএফ (PDF)
সৌজন্যেঃ পড়ালেখা বিডি
Leave a Reply