বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমুহে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন ফরেষ্ট্রি, ডিপ্লোমা ইন সার্ভেয়িং (রাজশাহী), ডিপ্লোমা ইন লাইভস্টক এবং বেসরকারি প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, ডিপ্লোমা ইন লেদার টেকনোলজি ও সরকারি প্রতিষ্ঠানে ২ বছর মেয়াদি সার্টিফিকেট ইন মেরিন ট্রেড এ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য অন-লাইনে আবেদন আহবান করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
১. ০ ভর্তির আবেদনের যোগ্যতা:
১.৪ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি):১.৪.১ ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি ১.৪.২ ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং টেকনোলজি
শিক্ষাক্রম |
Biller ID/ Payment Keyword |
ভর্তির শিক্ষাগত যোগ্যতা |
১.১ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি) : ১.১.২ ডিপ্লোমা ইন ফিসারিজ |
245(রকেট) T245 |
২০১৪ থেকে ২০১৮ সালে দেশের সকল শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/ এসএসসি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল)/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ‘ও’ লেভেলে যেকোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দু’টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। |
১.২ ডিপ্লোমা ইন সার্ভেয়িং (রাজশাহী) |
২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পাশকৃত এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ছেলেদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা এবং মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয় ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দু’টি বিষয়ে কমপক্ষে ‘ডি’ গ্রেড উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। |
|
১.৩ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি): ডিপ্লোমা ইন লাইভস্টক |
২০১৪ থেকে ২০১৮ সালে দেশের সকল শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল) / দাখিল (ভোকেশনাল)/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ‘ও’ লেভেলে যেকোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে, তবে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে পাসকৃতদের অগ্রাধিকার দেয়া হবে। |
|
220(রকেট) T220 |
২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে দেশের সকল শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল)/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ছেলেদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ‘ও’ লেভেলে যেকোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেডপ্রাপ্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে |
|
১.৫ সরকারি (২ বছর মেয়াদি) সার্টিফিকেট ইন মেরিন ট্রেড |
২০১৬, ২০১৭ ও ২০১৮ সনে এসএসসি/দাখিল/এসএসসি(ভোকেশনাল)/দাখিল(ভোকেশনাল)/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। |
|
১.৫ বেসরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি) : ৫.১.১ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৫.১.২ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ৫.১.৩ ডিপ্লোমা ইন এগ্রিকালচার ৫.১.৪ ডিপ্লোমা ইন ফিসারিজ ৫.১.৫ ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি ৫.১.৬ ডিপ্লোমা ইন লেদার টেকনোলজি ৫.১.৭ ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি |
272(রকেট) T272 |
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশের সকল শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল)/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কমপক্ষে জিপিএ ২.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ‘ও’ লেভেলে যেকোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। |
২.০ ভর্তি কার্যক্রমের সময়সূচি : ২.১.১ সরকারি প্রতিষ্ঠান : এগ্রিকালচার, ফিসারিজ, ফরেষ্ট্রি, লাইভস্টক, সার্ভেয়িং (রাজশাহী)
অন-লাইনে আবেদনের সময়সীমা |
ফলাফল প্রকাশ (SMS-এর মাধ্যমে ও ওয়েবসাইটে) |
ভর্তির সময়সীমা |
ক্লাস শুরুর তারিখ | |
মূল মেধা তালিকা হতে | অপেক্ষমান (মেধাক্রম) তালিকা হতে (আসন শূন্য থাকা সাপেক্ষে) | |||
১৩/০৫/২০১৮ হতে ৩১/০৫/২০১৮ (রাত ১১ : ৫৯ ঘটিকা পর্যন্ত) |
১০/০৬/২০১৮ | ১১/০৬/২০১৮ হতে ২৫/০৬/২০১৮ (রাত ১১ : ৫৯ ঘটিকা পর্যন্ত) |
২৬/০৬/২০১৮ হতে ১৫/০৭/২০১৮ | ১১/০৮/২০১৮ |
*তবে আসন শূন্য থাকলে মেধাক্রম অনুযায়ী অপেক্ষমান তালিকা হতে ভর্তির জন্য সময় বৃদ্ধি করা হবে |
ভর্তি কার্যক্রমের সময়সূচি : ২.১.২ সরকারি প্রতিষ্ঠান: ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি (৬টি প্রতিষ্ঠান)
অন-লাইনে আবেদনের সময়সীমা (ফরম পূরণের ন্যূনতম ২০ মিনিট পূর্বে টাকা জমা দিতে হবে) |
ফলাফল প্রকাশ (SMS-এর মাধ্যমে ও ওয়েবসাইটে) |
ভর্তির সময়সীমা |
ক্লাস শুরুর তারিখ |
|
মূল মেধা তালিকা হতে |
অপেক্ষমান (মেধাক্রম) তালিকা হতে (আসন শূন্য থাকা সাপেক্ষে) |
|||
২২/০৫/২০১৮ হতে ০৫/০৬/২০১৮ (রাত ১১ : ৫৯ ঘটিকা পর্যন্ত) |
১০/০৬/২০১৮ | ১১/০৬/২০১৮ হতে ২৫/০৬/২০১৮ (রাত ১১ : ৫৯ ঘটিকা পর্যন্ত) |
২৬/০৬/২০১৮ হতে ১৫/০৭/২০১৮ | ১১/০৮/২০১৮ |
*তবে আসন শূন্য থাকলে মেধাক্রম অনুযায়ী অপেক্ষমান তালিকা হতে ভর্তির জন্য সময় বৃদ্ধি করা হবে। |
২.২ বেসরকারি প্রতিষ্ঠান :
অন-লাইনে আবেদনের সময়সীমা |
ফলাফল প্রকাশ (SMS-এর মাধ্যমে ও ওয়েবসাইটে) |
ভর্তির সময়সীমা |
ক্লাস শুরুর তারিখ |
মূল মেধা তালিকা হতে |
|||
১৩/০৫/২০১৮ হতে ২০/০৬/২০১৮ (রাত ১১ : ৫৯ ঘটিকা পর্যন্ত) |
২৫/০৬/২০১৮ | ২৬/০৬/২০১৮ হতে ১৫/০৭/২০১৮ (রাত ১১ : ৫৯ ঘটিকা পর্যন্ত) |
১১/০৮/২০১৮ |
*তবে আসন শূন্য থাকলে মেধাক্রম অনুযায়ী অপেক্ষমান তালিকা হতে ভর্তির জন্য সময় বৃদ্ধি করা হবে। |
৩.০ ভর্তি সংক্রান্ত তথ্যাবলিঃ
৩.১ প্রার্থী নির্বাচনে কোন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেবলমাত্র এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
৩.২ ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র অন-লাইনের মাধ্যমে দাখিল করতে হবে। ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম, ভর্তির নির্দেশিকা ও আবেদনের নিয়মাবলী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটের (www.bteb.gov.bd, www.btebadmission.gov.bd) পাশাপাশি লেখাপড়া বিডি তেও পাওয়া যাবে। আবেদনকারীর ছবি (পরিষ্কার পাসপোর্ট সাইজের রঙিন ছবি JPEG Format-এ, এবং অনধিক 100 KB) আপলোড করতে হবে।
৩.৩ অন-লাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা রকেট/শিওর ক্যাশ এর মাধ্যমে জমা দান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ ১০(দশ)টি টেকনোলজি/ট্রেড-এ আবেদন করা যাবে।
৩.৪ সরকারি প্রতিষ্ঠানসমূহে মেধা ও সরকার কতৃর্ক নির্ধারিত কোটা অনুসরণ করে ও আবেদনপত্রে বর্ণিত পছন্দের ভিত্তিতে ভর্তির নীতিমালা-২০১৮ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।
৩.৫ বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডিতেও অন-লাইনের মাধ্যমে ভর্তি আবেদন করার পদ্ধতির বিস্তারিত ও সর্বশেষ তথ্য জানা যাবে।
৩.৬ সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানসমূহ ভর্তির জন্য www.btebadmission.gov.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে।
৪.০ ফি জমা দেয়ার পদ্ধতি :
রকেটে ভর্তি ফি জমাদান পদ্ধতি |
শিওরক্যাশে ভর্তি ফি জমাদান পদ্ধতি |
Biller ID: সরকারী প্রতিষ্ঠানের জন্য 245 এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য 272 |
Payment Keyword: সরকারী প্রতিষ্ঠানের জন্য T245 এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য T272 |
*322# ডায়াল করতে হবে। ধাপ-১ : মেনুতে Payment নির্বাচন করতে হবে। ধাপ-২ : Bill Pay নির্বাচন করতে হবে। ধাপ-৩ : Successful SMS পাওয়ার জন্য নিজ রকেট একাউন্ট হলে Self/অন্য রকেট একাউন্ট হলে Other নির্বাচন করে মোবাইল নম্বর দিতে হবে। ধাপ-৪ : Biller ID (245 অথবা 272) ইনপুট দিতে হবে। ধাপ-৫: BillNumber<পাসের সন><বোর্ড কোড><রোল নম্বর>এন্ট্রি দিতে হবে স্পেস দেওয়ার প্রয়োজন নেই)। ধাপ-৬ : Amount #150 টাকা এন্ট্রি দিতে হবে। ধাপ-৭ : Pin Number চাইলে ঐ রকেট একাউন্টের পিন নম্বর প্রদান করতে হবে। Payment সফল হলে Successful SMS প্রদর্শিত হবে। |
*495# ডায়াল করতে হবে। ধাপ-১ : মেনুতে Payment নির্বাচন করতে হবে। ধাপ-২ : Payment Keyword (T245 অথবা T272) ইনপুট দিতে হবে। ধাপ-৩: (Enter Student ID <পাসের সন><বোর্ড কোড><রোল নম্বর> এন্ট্রি দিতে হবে স্পেস দেওয়ার প্রয়োজন নেই)। ধাপ-৪ : Amount # 150 টাকা এন্ট্রি দিতে হবে। ধাপ-৫ : Student Mobile Number দিতে হবে। ধাপ-৬ : Pin Number চাইলে ঐ শিওরক্যাশ একাউন্টের পিন নম্বর প্রদান করতে হবে। Payment সফল হলে Successful SMS প্রদর্শিত হবে। |
Biller ID: মেরিন ও শিপ বিল্ডিং এ ডিপ্লোমা/মেরিন ট্রেড এর জন্য 220 |
Payment Keyword: মেরিন ও শিপ বিল্ডিং এ ডিপ্লোমা/মেরিন ট্রেড এর জন্য T220 |
*322# ডায়াল করতে হবে। ধাপ-১ : মেনুতে Payment নির্বাচন করতে হবে। ধাপ-২ : Bill Pay নির্বাচন করতে হবে। ধাপ-৩ : Successful SMS পাওয়ার জন্য নিজ রকেট একাউন্ট হলে Self/অন্য রকেট একাউন্ট হলে Other নির্বাচন করে মোবাইল নম্বর দিতে হবে। ধাপ-৪ : Biller ID (220) ইনপুট দিতে হবে। ধাপ-৫ : Bill Number<শিফট><পাসের সন><বোর্ড কোড><রোল নম্বর>এন্ট্রি দিতে হবে (স্পেস দেওয়ার প্রয়োজন নেই)। ধাপ-৬ : Amount #150/300 টাকা এন্ট্রি দিতে হবে (উভয় শিফটের জন্য ৩০০/- টাকা)। ধাপ-৭ : Pin Number চাইলে ঐ রকেট একাউন্টের পিন নম্বর প্রদান করতে হবে। Payment সফল হলে Successful SMS প্রদর্শিত হবে। |
*495# ডায়াল করতে হবে। ধাপ-১ : মেনুতে Payment নির্বাচন করতে হবে। ধাপ-২ : Payment Keyword (T220) ইনপুট দিতে হবে। ধাপ-৩ : (Enter Student ID) <শিফট><পাসের সন><বোর্ড কোড><রোল নম্বর>এন্ট্রি দিতে হবে (স্পেস দেওয়ার প্রয়োজন নেই)। ধাপ-৪ : Amount 150/300 টাকা এন্ট্রি দিতে হবে (উভয় শিফটের জন্য ৩০০/- টাকা)। ধাপ-৫ : Student Mobile Number দিতে হবে। ধাপ-৬ : Pin Number চাইলে ঐ শিওরক্যাশ একাউন্টের পিন নম্বর প্রদান করতে হবে। Payment সফল হলে Successful SMS প্রদর্শিত হবে। |
আবেদনকারী যে শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঐ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর [যেমন: ঢাকা বোর্ডের বেলায় (DHA), সিলেট (SYL), বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), কুমিল্লা (COM), দিনাজপুর (DIN), যশোর (JES), রাজশাহী (RAJ), মাদ্রাসা (MAD), কারিগরি (TEC)[ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (BOU), অন্যান্য – (OTH)] বোর্ড কোড এবং ১ম শিফট হলে (A), ২য় শিফ্ট হলে (B), উভয় শিফট হলে (C), এবং মেরিন/শিপ বিল্ডিং/মেরিন ট্রেড এর জন্য (D) হবে। বি: দ্র:উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রোল নং এ হাইপেন (-) থাকবে না। |
৫.০ (ক) ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের টেকনোলজিসমূহ
১.আর্কিটেকচার | ১০. ইলেক্ট্রো মেডিক্যাল | ১৯. মেরিন | ২৮. ইন্সট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল |
২. অটোমোবাইল | ১১. পাওয়ার | ২০. শিপবিল্ডিং | ২৯. কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি |
৩. কেমিক্যাল | ১২. মেকানিক্যাল | ২১. সার্ভেয়িং | ৩০. আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন |
৪. সিভিল | ১৩. প্রিন্টিং | ২২. মেকাট্রনিক্স | ৩১. মাইনিং এন্ড মাইন সার্ভে |
৫. সিভিল(উড) | ১৪. গ্রাফিক ডিজাইন | ২৩. কন্সট্রাকশন | ৩২. ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং |
৬. কম্পিউটার | ১৫. গ্যাস | ২৪. টেলিকমিউনিকেশন | ৩৩. লেদার প্রডাক এন্ড এক্সেসরিস |
৭. ইলেক্ট্রিক্যাল | ৭. সিরামিক | ২৫. এনভায়রনমেন্টাল | ৩৪. লেদার |
৮.ইলেক্ট্রনিক্স | ১৭. এয়ার ক্রাফট মেইনটেন্যান্স (এরোস্পেস) | ২৬. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং | ৩৫. ফুটওয়্যার |
৯. ফুড | ১৮. এয়ার ক্রাফট মেইনটেন্যান্স (এভয়েনিক্স) | ২৭. ট্যুরিজম এন্ড হসপিটালিটি |
খ) ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের টেকনোলজিসমূহ
১. টেক্সটাইল টেকনোলজি | ২. জুট টেকনোলজি | ৩. গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং টেকনোলজি |
(গ) ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন এগিকালচার, ফিসারিজ, লাইভস্টক ও ফরেষ্ট্রি
টেকনিক্যাল হেল্প ডেক্স:
মোবা: ০১৭২৭২৩৩৫২৪ / ০১৭৮৯০২৮০৪১
মোবা: ০১৭৮৯০২৮১৭৩ / ০১৭২৯৭২২৫৬১
আবেদন সংক্রান্ত নির্দেশিকা ডাউনলোড করুন
সরকারী প্রতিষ্ঠানের নামের তালিকা ডাউনলোড
বেসরকারী প্রতিষ্ঠানের নামের তালিকা ডাউনলোড
অনলাইনে আবেদন করতে ফলাফল ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুনঃ www.btebadmission.gov.bd
Leave a Reply