বাংলাদেশ মেরিন একাডেমীতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং ক্যাডেট ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ মেরিন একাডেমীতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং ক্যাডেট এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ০৫ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত চলবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়মিত এখানে হালনাগাদ করা হবে।

একাডেমী ক্যাডেটদের উৎকর্ষঃ

  • আন্তর্জাতিক নৌ-নেতৃত্বের উৎকর্ষে অনন্য।
  • জাতীয় অর্থনীতিতে ৪,৫০০ এক্স ক্যাডেটদের গড় বার্ষিক অবদান ২০০ মিলিয়ন মার্কিন ডলার (১,৬০০
    কোটি টাকা)।

একাডেমীর উৎকর্ষঃ

  • সমুদ্র পেশায় প্রয়োজনীয় আন্তর্জাতিক মানসম্পন্ন রেজিমেন্টাল ক্যাডেট প্রশিক্ষণে দেশের একমাত্র একাডেমী।
  • ৪ বছর মেয়াদী ব্যাচলর অব মেরিটাইম সায়েন্স (বিএমএ) অনার্স ডিগ্রী প্রদানকারী দেশের একমাত্র একাডেমী।
  • নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে দেশের একমাত্র সরকারি মেরিন একাডেমী।
  • ১৯৯০ সন থেকে ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি, সুইডেনের একটি শাখা।
  • ২০১৩ সন থেকে বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে অধিভুক্ত একমাত্র প্রতিষ্ঠান।
  • আইএমও (জাতিসংঘ), ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর (এমপিএ) কর্তৃক স্বীকৃত ক্যাডেট
    প্রশিক্ষণ।
  • পুরুষ/মহিলাদের জন্য সার্বক্ষণিক তত্ত্বাবধানে পৃথক, নিরাপদ ও আরামদায়ক আবাসন, আহার,
    খেলাধুলাসহ বিভিন্ন সুবিধা।

দ্বৈত-সনদায়নের মাধ্যমে দ্বৈত-সোপানের সুযোগঃ

  • প্রি-সী নটিক্যাল সাইন্স অথবা প্রি-সী মেরিন ইঞ্জিনিয়ারিং সনদের মাধ্যমে সমুদ্রগামী পেশায় প্রবেশের সুযোগ।
  • ৪ বছর মেয়াদী বিএমএস অনার্স সনদের মাধ্যমে বিসিএস সহ উচ্চতর শিক্ষার (এমএসসি/পিএইচডি) সুযোগ ও শিপিং সংশ্লিষ্ট বিভিন্ন শোর ভিত্তিক পেশায় প্রবেশের সুযোগ।

আবেদনের যোগ্যতাঃ

  • বয়স: ০১ জানুয়ারী ২০২১ তারিখে সর্বোচ্চ ২১ বৎসর (পুরুষ/মহিলা)।
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) এবং উচ্চ মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) উভয় পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩.৫০। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে পৃথক ভাবে জিপিএ ৩.৫০ এবং ইংরেজীতে ন্যূনতম  জিপিএ ৩.০০ অথবা IELTS গড় স্কোর ৫.৫ থাকতে হবে।
  • ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীঃ ‘ও’ লেভেলে ৫টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩ টিতে A গ্রেড এবং ২ টিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য নূনতম ২ টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান এবং গণিতসহ) হতে হবে।
  • শারীরিক মান (নূন্যতম): উচ্চতা ৫’-৪”; মহিলা ৫’-২”। ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট মোতাবেক হতে হবে (BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭; যেমন ৫’-৪”; ৪৫-৭১ কেজি; ৫’-৬”; ৪৮-৭৬ কেজি)। দৃষ্টিশক্তি: নটিক্যাল ক্যাডেটের জন্য ৬/৬; ইঞ্জিনিয়ারিং ক্যাডেটের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)।
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
  • নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।

প্রশিক্ষণঃ
চূড়ান্তভাবে মনোনীত ক্যাডেটগণ বাংলাদেশ মেরিন একাডেমীতে ২ বৎসর প্রশিক্ষণ সমাপানান্তে একাডেমী প্রদত্ত প্রি-সী নটিক্যাল সাইন্স অথবা প্রি-সী মেরিন ইঞ্জিনিয়ারিং সনদসহ ৩য় বৎসরে “নিজ ব্যাবস্থাপনায়” সমুদ্রগামী জাহাজে ১ বছরের প্রশিক্ষণ অথবা মেরিন একাডেমী ও বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ১ বছরের বিকল্প শোর ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করবে। অতঃপর ৪র্থ বৎসরে পুনরায় মেরিন একাডেমীতে অধ্যয়ন শেষে ৪ বৎসর মেয়াদী ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) অনার্স সার্টিফিকেট লাভ করবে।
এ সময়ে নৌ-পরিবহন অধিদপ্তরের অধীনে পরীক্ষার মাধ্যমে CoC Class-III Deck Officer অথবা CoC Class-III Marine Engineer সমুদ্রগামী সনদ অর্জন করবে।

মনোনয়ন পদ্ধতিঃ

  • লিখিত পরীক্ষা: নৈর্ব্যক্তিক (MCQ) (পদার্থ বিজ্ঞান, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান ) সর্বমোট ২০০টি প্রশ্ন; সময়: ২ ঘণ্টা; পাস নম্বর ৫০%; লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক শারীরিক যোগ্যতা পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
  • মৌখিক পরীক্ষা: প্রাথমিক শারিরীক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
  • ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০%

অনলাইন আবেদন পদ্ধতিঃ

নেীপরিবহন অধিদপ্তরের  ওয়েবসাইট: www.dos.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের নির্দেশিকা পাওয়া যাবে এখানে

বিশেষ নির্দেশনাঃ

  • আবেদনের সময়: ০৫ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত।
  • লিখিত পরীক্ষার তারিখ ও সময়: পরবর্তীতে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
  • লিখিত পরীক্ষার কেন্দ্র: পরবর্তীতে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: লিখিত, শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

সতর্কবাণীঃ কোনো ব্যক্তি ভর্তির নিশ্চয়তা দিয়ে আপনার নিকট অর্থ দাবী করলে নিশ্চিত জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন।

বাংলাদেশ মেরিন একাডেমীতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং ক্যাডেট এর ভর্তি বিজ্ঞপ্তি

নোটিশটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

প্রয়োজনীয় লিঙ্কঃ

www.macademy.gov.bd

sonalisheba@sonalibank.com.bd

Phone : 029585802

মেরিন একাডেমী ভর্তি পরীক্ষার

৫৫ তম ব্যাচে নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং

৫৫ তম ব্যাচে নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং

বিগত সালের প্রশ্নঃ-





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*