পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকস (ডিএসসিই) এর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট বিভাগের পোস্ট গ্র্যাজুয়েটের একদল শিক্ষার্থী শনিবার কুমিল্লার আদমপুর গ্রাম সরেজমিনে পরিদর্শন করেছেন।
এ সময় তারা সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া পরিদর্শনের পাশাপাশি উপকারভোগিদের সঙ্গে কথা বলেন। পরিদর্শক দলের নেতৃত্ব দেন ডিএসসিইর অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী।
তিনি জানান, সমৃদ্ধির কর্মসূচির মাধ্যমে উপকারভেগিরা কিভাবে তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তন করছেন,এর প্রায়োগিক ধারনা পেতে শিক্ষার্থীরা আদমপুর গ্রাম পরিদর্শনে যান। সেখানে কর্মসূচির উপকারভোগিরা কিভাবে দারিদ্র বিমোচনের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন সেই ধারনা পাওয়া যায়।
এই কর্মসূচি সমতাভিত্তিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখছে বলে তিনি মনে করেন।
পরিদর্শক দলে ডিএসসিইর সহকারী অধ্যাপক রেহেনা পারভীন ও উপস্থিত ছিলেন।
Leave a Reply