Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IDB-BISEW) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরব- এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। IDB-BISEW বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেধাবী মুসলমান যুবসমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে।
IDB-BISEW IT Scholarship একটি শিক্ষা প্রকল্প, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত মুসলমান প্রার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিগত ১৬ বছর ধরে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদানপূর্বক আন্তর্জাতিক মানসম্পন্ন প্রফেসনাল ডিপ্লোমা প্রদান করা হয়। চলুন IDB-BISEW আইটি স্কলারশীপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
- স্নাতক/ফাজিল পাস
- ডিপ্লোমা (সিভিল/আর্কিটেকচার/কনস্ট্রাকশন/সার্ভে) পাস
- বয়স সর্বোচ্চ ৩০ বছর
আবেদন ফিঃ ১০০ টাকা
আবেদনের শেষ তারিখঃ ২৬ ফেব্রুয়ারি ২০১৯
Leave a Reply