IDB-BISEW IT Scholarship এর বিস্তারিত তথ্য

Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IDB-BISEW) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরব- এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। IDB-BISEW বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেধাবী মুসলমান যুবসমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

IDB-BISEW IT Scholarship একটি শিক্ষা প্রকল্প, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত মুসলমান প্রার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিগত ১৬ বছর ধরে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদানপূর্বক আন্তর্জাতিক মানসম্পন্ন প্রফেসনাল ডিপ্লোমা প্রদান করা হয়। চলুন IDB-BISEW আইটি স্কলারশীপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ

  • স্নাতক/ফাজিল পাস
  • ডিপ্লোমা (সিভিল/আর্কিটেকচার/কনস্ট্রাকশন/সার্ভে) পাস
  • বয়স সর্বোচ্চ ৩০ বছর

আবেদন ফিঃ ১০০ টাকা

আবেদনের শেষ তারিখঃ ২৬ ফেব্রুয়ারি ২০১৯

IDB-BISEW IT Scholarship এর বিজ্ঞপ্তি

IDB-BISEW IT Scholarship

আবেদন করতে ভিজিট করুনঃ apply.idb-bisew.info





About আল মামুন মুন্না 821 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*