কুবিতে ৩য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী নৃবিজ্ঞান বিভাগ

‘যুক্তি আমার তরুণ প্রাণে, অরুণ আলোর দীপ্তি’ স্লোগান নিয়ে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ৩য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সরকারি দল নৃবিজ্ঞান বিভাগ।

বিজয়ী দলের প্রধানমন্ত্রী ছিলেন ফারিদ মুস্তাকিম, মন্ত্রী ছিলেন আনোয়ার হোসাইন এবং সংসদ সদস্য ছিলেন ইশতিয়াক আহমেদ।

১১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের শেষ হয়।

এরআগে ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের অংশগ্রহণে এবারের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতার ফাইনালে অংশ গ্রহণ করে সরকারি দল হিসেবে নৃবিজ্ঞান বিভাগ এবং বিরোধী দল হিসেবে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা আব্দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*