জাতীয় বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

আন্ত:বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও টেনিস প্রতিযোগিতা ২০১৭-২০১৮ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে গত ১৪/০১/২০১৮ হতে ১৭/০১/২০১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্রী) দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ও টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-কে হারিয়ে চ্যাম্পিয়নশীপের গৌরব অর্জন করেছে।

অংশগ্রহণকারী খেলোয়াড়দের পক্ষে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান ২৮/০১/১৮ তারিখ মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ হাতে অর্জিত চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এই সময় প্রো-উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, কোষাধ্যাক্ষ প্রফেসর মোঃ নোমান উর রশীদ, পরিবহন দপ্তরের পরিচালক, প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্জিত এ সাফল্যের জন্যে জাতীয় বিশ্ববিদ্যায়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*