![IMG-20171124-WA0001-1](https://lekhaporabd.net/wp-content/uploads/2017/11/IMG-20171124-WA0001-1.jpg)
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড বিজনেস ইনস্টিটিউটের দু’দিন ব্যাপী কনফারেন্সে ঢাকা স্কুল অব ইকনোমিকসের কার্যক্রম বিশেষত: উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনীতি প্রবন্ধের জন্য প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন।
প্রফেসর আলী উচ্চশিক্ষার মান উন্নয়নে যে চাবিকাঠিগুলো রয়েছে তা বিবেচনায়এনে বাংলাদেশে উদ্যোক্তা অর্থনীতি শিক্ষা কার্যক্রমের উপর তার গবেষণা পদ্ধতি তুলে ধরেন।
তিনি সেন্ট্রাল কুইনসনেন্স বিশ্ববিদ্যালয় রক হেমপটান এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় মেলবোর্পে অনুষ্ঠানে অংশ নেন।
প্রফেসর আলী মালেয়শিয়াস্থ ইন-হাউজ মাল্টিমিডিয়া কলেজ শিক্ষকদের উদ্দেশ্যে” যুগোপযোগী শিক্ষার মানদন্ড এবং কর্মমুখী শিক্ষা গবেষণা এবং নিরক্ষণ পদ্ধতির” উপর একটি প্রশিক্ষন সভায় প্রবন্ধ উপস্থাপন করেন।
Leave a Reply