শিক্ষা ব্যবস্হা জাতীয়করনের দাবীতে চট্টগ্রাম মহানগর স্বাশিপের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে এক শিক্ষক সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

স্বাশিপ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ড. আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ মহি উদ্দিন মহি, অধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা এস এম ফরিদ উদ্দিন, উপাধ্যক্ষ মোঃ কুতুবউদ্দিন, অধ্যক্ষ মাওলানা ইরফানুল করিম, জনাব জামাল সাত্তার, অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, সৈয়দ মোঃ খালেদ, মোঃ আজম খান, অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, কেন্দ্রিয় নেতা অধ্যক্ষ নাসির উদ্দিন বাবুল, আলী আশ্রাফ শামীম প্রমুখ।

প্রধান অতিথি’র বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার। তিনি শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে স্বাশিপের পতাকালে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *