ওরে মন দেহ দারি

ওরে মন দেহ দারি
শুন তর মনের বাণী।
না শুনলে শুনতে হবে
মানুষের ব্যাঙ্গ বাণী।

ঘুম যার নিত্য সঙ্গী
দিনকি আছে তার বাহাদূরী
চিন্তা করে দেখো মন তারাতারি
সবই যাবে ঘুমের বাড়ী।

আছে যারা লোভ লালসায়
সত্য দিন হবে কি তার।

মানুষে মানুষে মিল যার
পাওনা দেনা হবে বেশি তার।

স্রষ্টার ঘরে ঘুমাই যে জন
আরশের ছায়া পাবে সেজন।

ওরে মন দেহ দারি
ভূলে যা সব দুনিয়াদারি,
পরে রবে শুন্য বাড়ী
খুঁজতে হবে সবার আপন বাড়ী।





About mosharafkhan 5 Articles
I am student. Govt. Saadat University college.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*