জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে কলেজসমূহে আনন্দ শোভাযাত্রা

২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০১৭ সাল প্রতিষ্ঠার ‘রজতজয়ন্তী’ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিনের কর্মসূচি গ্রহণ করে।

২১শে অক্টোবর সকাল ১০টায় সারাদেশে কলেজসমূহে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এই স্লোগানসহ অভিন্ন ব্যানারে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আয়োজিত বর্ণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রায় যোগদেন। এতে কলেজের গভর্নিং বডির সভাপতি এ এস মাহমুদ, সদস্য গোলাম দস্তগীর গাজী, বীর প্রতিক, কলেজ অধ্যক্ষ কানিজ মাহমুদা আকতারসহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

শোভাযাত্রাটি বেইলি রোড, অফিসার্স ক্লাব হয়ে পুনরায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে গিয়ে সমাপ্ত হয়। এরপূর্বে কলেজে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মাননীয় উপাচার্য বক্তব্য রাখেন।

অপরদিকে প্রো-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান রাজধানীর তেজগাঁও কলেজ, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু মিরপুর কলেজ, কোষাধ্যক্ষ প্রফেসর নোমান উর রশীদ আলহাজ্ব মকবুল হোসেন কলেজ আয়োজিত শোভাযাত্রায় যোগদেন।

উল্লেখ্য প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ২৫ ও ২৬শে অক্টোবর গাজীপুর ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*