জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০২২ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৮ সালের ফলাফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের মধ্যে সেরা কলেজের নাম ঘোষণা করা হয়ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবি অনুযায়ী ‘এই র্যাংকিং কলেজ সমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগীতার মনোভাব সৃষ্টি করে শিক্ষার সার্বিক মানোন্নয়নে ভূমিকা রাখবে।’ স্নাতক (সম্মান) ও মাস্টার্স কলেজের মধ্যে এই র্যাংকিং করে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় পর্যায়ে সেরা পাঁচ কলেজের তালিকায় প্রথম হয়েছে রাজশাহী কলেজ। বিগত বছর প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৫, ২০১৬ ও ২০১৭ তেও প্রথম হয়েছিলো কলেজটি। এবার রাজশাহী কলেজ এর মোট স্কোর ৭০.৫৪। দ্বিতীয় সরকারি এডওয়ার্ড কলেজ (৬৪.৫২)। তৃতীয় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ(৬৩.৫৬)। চতুর্থ ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ (৬৩.৩৯) এবং ৬৩. ২৭ স্কোর নিয়ে পঞ্চম হয়েছে রংপুর কারমাইকেল কলেজ। র্যাংকিংয়ের জন্য মোট ৩১টি সূচকে ১০০ নম্বর বরাদ্দ ছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়াধীন অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনাকারী কলেজ রয়েছে ২ হাজার ২০০টি।
সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ। সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ, সেরা মহিলা কলেজ রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ , ঢাকা।
(০৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক অনুষ্ঠানে ঘোষণা করেন ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৮’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ র্যাংকিং প্রদানের পটভূমি ও এর উদ্দেশ্য তুলে ধরে শীর্ষ কলেজের নাম ঘোষণা করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৮ ডাউনলোড
বরিশাল অঞ্চল
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ,বরিশাল, ভোলা সরকারি কলেজ, ভোলা, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ , বরিশাল।
চট্টগ্রাম অঞ্চল
সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা, চট্রগ্রাম সরকারি কলেজ , চট্রগাম। নোয়াখালী সরাকরি কলেজ, নোয়াখালী। ফেনী সরাকরি কলেজ, ফেনী। সরকারি সিটি কলেজ, চট্রগ্রাম, ব্রাম্মণবাড়ীয়া সরকারি কলেজ, ব্রাক্ষ্মণবাড়ীয়া। সরাকরি হাজী মহাম্মদ মহসী কলেজ , চট্রগ্রাম। মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রী কলেজ, কুমিল্লা। চাদপুর সরকারি কলেজ, চাদপুর। চট্রগ্রাম সরকারি উইমেন্স কলেজ।
রাজশাহী অঞ্চল
রাজশাহী কলেজ, রাজশাহী।সরকারি এডওয়ার্ড কলেজ,পাবনা। সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া। সিরাজগঞ্জ সরকারি কলেজ,সিরাজগঞ্জ । নবাবগঞ্জ সরকারি কলেজ,চাঁপায়নবাবগঞ্জ। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ,বগুড়া । সৈয়দ আহমদ কলেজ,বগুড়া । নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ,রাজশাহী। নবাব সিরাজ উদ্ দৌলা ( এনএস) সরকারি কলেজ , নাটোর। নওগা সরকারি কলেজ , নওগা।
খুলনা অঞ্চল
সরকারি বি এল কলেজ খুলনা। সরকারি মাইকেল মধুসুদন (এমএম) কলেজ যশোর। কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। সীমান্ত আদর্শ কলেজ সাতক্ষীরা। যশোর ক্যান্টনমেন্ট কলেজ যশোর । কুমিরা মহিলা ডিগ্রি কলেজ সাতক্ষীরা । ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। খুলনা সরকারি মহিলা কলেজ। এম এস জোহা ডিগ্রী কলেজ, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা।
সিলেট অঞ্চল
মুরারিচাদ কলেজ (এমসি) সিলেট। সরকারি মহিলা কলেজ, সিলেট। মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজ, সিলেট। দক্ষিণ সুরমা কলেজ, সিলেট। সুনামগঞ্জ সরকারি কলেজ , সুনামগঞ্জ।
রংপুর অঞ্চল
কারমাইকেল কলেজ, রংপুর। দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর । কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম। সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর। রংপুর সরকারি কলেজ, রংপুর। উত্তরবাংলা কলেজ, লালমনিরহাট। গাইবান্ধা সরকারি কলেজ,গাইবান্ধা। আদর্শ কলেজ, দিনাজপুর । হাতীবান্ধা আলীমুদ্দিন কলেজ, লালমনিরহাট। নীলফামারী সরকারি কলেজ,নীলফামারী
মংমনসিংহ অঞ্চল
আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। নেত্রকোন সরকারি কলেজ , নেত্রকোনা। ইসলামপুর কলেজ, জামালপুর। সরকারি মোমিনুন্নেছা মহিলা কলেজ, ময়মনসিংহ। জাহানারা লতিফ মহিলা কলেজ, জামালপুর। গেীরিপুর মহিলা কলেজ, ময়মনসিংহ। শেরপুর মহিলা কলেজ, শেরপুর। সরকারি শহীদ স্মৃতি কলেজ, ময়মনসিংহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৮ জেনে নিন এখান থেকে
Leave a Reply