আসছে ১২ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাবেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সারাদেশ থেকে কলেজ অধ্যক্ষরা অংশ নেবেন সম্মেলনে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন -অর-রশীদ আজ মঙ্গলবার (৩রা অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নতুন স্থাপনা ও প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের ১ হাজার ৪০ কোটি টাকার যৌথ অর্থায়নে কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্প, বরিশাল, রংপুর ও চট্টগ্রামের মোট তিনটি ১০তলা ভবনের আঞ্চলিক কেন্দ্র, ধানমন্ডিতে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট, ‘স্বাধীনতা’ ম্যুরাল ১৯৫২-১৯৭১ এবং ডরমিটরি, আইসিটি, সিনেট, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পৃথক পৃথক বহুতল ভবনের উদ্বোধন।
এছাড়া গত পাঁচ বছরের কি কি পদক্ষেপ নেয়া হয়েছে, ভবিষ্যত পরিকল্পনা কী এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করানোর প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি-কোষাধ্যক্ষসহ অন্যান্যরা। সারাদেশের উচ্চশিক্ষার সরকারি ও বেসরকারি কলেজগুলোর একাডেমিক দিক দেখভালের দায়িত্ব পৃথিবীর অন্যতম বৃহৎ এই এ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয়টির।
দ্বিতীয় মেয়াদে ভিসির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. হারুন-অর-রশীদ আর কোষাধক্ষ্যের দায়িত্ব পালন করছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক সফল মহাপরিচালক অধ্যাপক মো: নোমান উর রশীদ।
দীর্ঘ সেশন জ্যাম কমাতে তারা নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন। অধিভুক্ত কলেজগুলোর মান উন্নয়নে শিক্ষকদের জন্য বিদেশে প্রশিক্ষণ ও র্যাংকিং চালু করেছেন।
Leave a Reply