ইবিতে নতুন ৮ বিভাগের অনুমোদন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে নতুন আটটি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চারটি অনুষদের অধীনে আটটি নতুন বিভাগে মোট ৫৬০টি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন নতুন ৮টি বিভাগ খোলার অনুমতি দেয়। ৮টি বিভাগের মধ্যে আইন অনুষদের অধীনে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে ৮০, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ডেভেপলপমেন্ট স্টাডিজ বিভাগে ৮০, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে।

এছাড়া ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০, ফার্মেসি বিভাগে ৫০, ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে ৫০টি আসনে এবং ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ৭৫, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়া গেছে।

চারটি অনুষদের নতুন ৮টি বিভাগের অনুমোদন পাওয়ায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভাগের সংখ্যা ৩৩টি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আসন ২ হাজার ২৩৫টি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তিন সদস্যের পর্যবেক্ষণ কমিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*