বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সরকারী ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সে ৩য় পর্বের শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভর্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান বরাবর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ভর্তির জন্য আবেদনের নিয়মাবলী কারিগরি বোর্ড এর ওয়েবসাইট এর পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও জানা যাবে।
ভর্তির আবেদনের সময়সূচীঃ
- শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠান বরাবর আবেদনের শেষ সময়ঃ ১৮/০৯/২০১৭
- আবেদনপত্রসমূহ বোর্ড নির্ধারিত এক্সেল শিটে বোর্ডে প্রেরণের শেষ সময়ঃ ১৯/০৯/২০১৭
- প্রতিষ্ঠান ভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশের তারিখঃ ২১/০৯/২০১৭
ভর্তির আবেদনের যোগ্যতা ও নিয়মাবলীঃ
- উচ্চতর গণিতসহ এইচএসসই (বিজ্ঞান) পাস হতে হবে।
- সরকারী প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ ২.৫০ এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ ২.০০
- সরকারি প্রতিষ্ঠানের জন্য ২০১৫, ২০১৬, ২০১৭ এবং বেসরকারি জন্য ২০১১ হতে ২০১৭ সাল পর্যন্ত এইচএসসই (বিজ্ঞান) উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদনের সময় যে সকল কাগজপত্র জমা দিতে হবেঃ
- এসএসসি পাসের সনদপত্র।
- এসএসসি ও এইচএসসি পাসের নম্বরপত্র।
- এসএসসি ও এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ড।
- সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি- ৩ কপি।
- এইচএসসি (বিজ্ঞান)-এ প্রাপ্ত জিপিএ অনুসারে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর মেধার ক্রমানুসারে ভর্তির জন্য নির্বাচিত করা হবে। সংশ্লিষ্ট অধ্যক্ষ বরাবর ১৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
- ভর্তির সময় এসএসসি এবং এইচএসসি এর মূল নম্বরপত্র শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
Leave a Reply